দুর্ঘ*টনার রেশ কাটিয়ে ধীর গতিতে বালেশ্বরের রেললাইনে ফের শুরু যাত্রা

দুর্ঘটনার পর রবিবার রাতেই পরীক্ষামূলকভাবে বালেশ্বরের রেলপথ দিয়ে গড়িয়েছে ট্রেনের চাকা। সোমবার সকাল থেকে ওই লাইনে যাত্রিবাহী ট্রেন চলতে শুরু করেছে।যদিও ওই রেলপথ দিয়ে ধীরগতিতে ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে এগিয়েছে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেস। সোমবারও বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। তবে রেললাইনের দুপাশে এখনও সবুজ কাপড়ে ঢাকা রয়েছে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের বগি।

আরও পড়ুন:সামরিক আদালতেই হবে ইমরানের বিচার! স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তে সিলমোহর পাক প্রতিরক্ষামন্ত্রীর


রেল সূত্রে জানানো হয়েছে, সোমবার হাওড়া-কন্যাকুমারী এক্সপ্রেস, হাওড়া-পুরী এক্সপ্রেস, হাওড়া-ভদ্রক এক্সপ্রেস, শালিমার-ভঞ্জপুর এক্সপ্রেস, বালেশ্বর-ভদ্রক-বালেশ্বর স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে বালেশ্বরের বাহানগা বাজার স্টেশনের কাছে লাইনচ্যুত হয় শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। দুর্ঘটনাগ্রস্ত হয় বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসও। দুর্ঘটনার অভিঘাতে মালগাড়ির কামরার উপর উঠে যায় করমণ্ডলের ইঞ্জিন। এই দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে। যদিও রবিবার ওড়িশা সরকার মৃতের সংখ্যা জানিয়েছে ২৭৫। দুর্ঘটনার ৫১ ঘণ্টা পর রবিবার রাত ১০টা ৪০ মিনিটে বালেশ্বরের ওই রেলপথে ডাউন লাইনে প্রথমে একটি মালগাড়ি চালানো হয়। আপ লাইনে প্রথমে ট্রেন চালানো হয় রাত ১২টা ৫ মিনিটে।