Sunday, November 9, 2025

CMM কোর্ট থেকে সারদাকর্তার চিঠির কপি নিল CBI, শুভেন্দুকে গ্রে.ফতারের দাবি কুণালের

Date:

Share post:

ঘোরতর বিপাকে রাজ্যের বিরোধী দলনেতা তথা দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। অবশেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশে CMM কোর্ট থেকে সারদাকর্তা সুদীপ্ত সেনেরচিঠির কপি নিল CBI. টুইট করে এমনটাই জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। পাশাপাশি ফের একবার শুভেন্দুকে গ্রেফতারির দাবি তুলেছেন তিনি।

গত ১১ মে সুদীপ্ত সেন পিজিনার্স পিটিশনে সম্পূর্ণ আইনগত ভাবে সিএমএম-কে একটি চিঠি দেন। যেখানে তাঁর স্পষ্ট অভিযোগ ছিল শুভেন্দু অধিকারী, তাঁর ভাই সৌমেন্দু এবং সাঙ্গপাঙ্গদের নামে। কাঁথি পুরসভায় বিল্ডিং প্ল্যান পাস করিয়ে দেওয়ার জন্য অধিকারী ভাইয়েরা নগদে ও ড্রাফটে লক্ষ লক্ষ টাকা নিয়েছে। কখনও ভুল বুঝিয়ে, কখনও ভয় দেখিয়ে ক্ষেপে ক্ষেপে সেই টাকা নিয়েছিল শুভেন্দুরা। কাঁথি পৌরসভায় সেই সমস্ত নথি আছে। তদন্ত করলেই সারদা দুর্নীতিতে শুভেন্দুর তোলাবাজির পর্দা ফাঁস হবে।

আরও পড়ুন- ইডি কেন যাচ্ছে না কাঁথি পুরসভায় ? কেন গ্রে*ফতার নয় শুভেন্দু ? ফের তো*প কুণালের

কিন্তু অভিযোগ, দল বদলে বিজেপিতে যাওয়ার ফলে শুভেন্দুর দিকে হাত বাড়াচ্ছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। এরপর কুণাল ঘোষ তাঁর আইনজীবী মারফৎ পিটিশন করে বিষয়টি CMM কোর্ট-এর নজরে আনেন। আদালত সুদীপ্ত সেনের সেই চিঠি সিবিআইকে পাঠানোর এবং তদন্তের নির্দেশ দেন। সেই চিঠির কপি এবার নিয়েছে সিবিআই। তদন্ত শুরুর অপেক্ষা।

এ প্রসঙ্গে এদিন একটি টুইট করেন কুণাল ঘোষ। তিনি।লেখেন, “CMM কোর্ট থেকে সারদাকর্তার চিঠির কপি নিল CBI. দাবি করছি- কাঁথি পুরসভায় যাক সিবিআই। তদন্ত হোক। সারদার ব্যাঙ্ক ড্রাফট এসেছিল কি না দেখুক। (নগদ আলাদা)। ড্রাফট থাকা মানে সারদাকর্তার চিঠি ঠিক। শুভেন্দুকে গ্রেপ্তার করা হোক। এই বিষয়ে সিবিআই দপ্তরেও যাব। ইডিও তদন্ত করুক।” এখন দেখার তদন্তে নেমে শুভেন্দুর কী ব্যবস্থা গ্রহণ করে সিবিআই। ইডিও নিজেদের মতো করে এই তদন্ত করে কিনা সেটাও দেখার।

আরও পড়ুন- সোমবার হয়ে গেল কলকাতা লিগের গ্রুপ বিন‍্যাস, কঠিন গ্রুপে মোহনবাগান,DHFC

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...