সোমবার হয়ে গেল কলকাতা লিগের গ্রুপ বিন‍্যাস, কঠিন গ্রুপে মোহনবাগান,DHFC

এদিন যে গ্রুপ বিন‍্যাস হয়েছে, তাতে মোহনবাগান রয়েছে গ্রুপ 'এ'-তে, অন্যদিকে গ্রুপ 'বি'-তে রয়েছে ইস্টবেঙ্গল।

সোমবার আইএফএ অফিসে হয়ে গেল আসন্ন কলকাতা প্রিমিয়ার লিগের গ্রুপ বিন‍্যাস। মোট ২৬টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হল লটারির মাধ‍্যমে। কঠিন গ্রুপে মোহনবাগান, ডায়মন্ড হারবার এফসি। এদিন প্রিমিয়ার ‘এ’এবং প্রিমিয়ার ‘বি’ ক্লাবগুলিকে নিয়ে মিটিং করে আইএফএ কর্মকর্তারা।

এদিন যে গ্রুপ বিন‍্যাস হয়েছে, তাতে মোহনবাগান রয়েছে গ্রুপ ‘এ’-তে, অন্যদিকে গ্রুপ ‘বি’-তে রয়েছে ইস্টবেঙ্গল। তুলনামূলক কঠিন গ্রুপে মোহনবাগান। সবুজ-মেরুন গ্রুপে রয়েছে মহামেডান। এছাড়াও রয়েছে ডায়মন্ড হারবার এফসি, ইউনাইটেড স্পোর্টস, টালিগঞ্জ অগ্রগামী এবং সাদার্ন সমিতির মতো দল, যারা যেকোনো দিন বড় ক্লাবগুলিকে বিপদে ফেলতে পারে। অন্যদিকে ইস্টবেঙ্গলের গ্রুপে রয়েছে ভবানীপুর, পুলিশ এসি, ইস্টার্ন রেল, বিএসএস, এরিয়ান, জর্জ টেলিগ্রাফের মত ফুটবল ক্লাব।

এদিন বৈঠকের পর আইএফএ সচিব অনির্বান দত্ত বলেন, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৫ জুন থেকে প্রিমিয়ার লিগ শুরু হবে।

এক নজরে দেখে নেওয়া যাক কলকাতা লিগের দুটি গ্রুপ

গ্রুপ এ – মোহনবাগান, মহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি, ইউনাইটেড স্পোর্টস, টালিগঞ্জ অগ্রগামী, সাদার্ন সমিতি, ডালহৌসি, এফসিআই, পিয়ারলেস, কালীঘাট মিলন সংঘ, আর্মি রেড, পাঠচক্র।

গ্রুপ বি – ইস্টবেঙ্গল, ভবানীপুর, পুলিশ এসি, ইস্টার্ন রেল, বিএসএস, এরিয়ান, জর্জ টেলিগ্রাফ, রেলওয়ে এফসি, কাস্টমস, রেনবো, উয়াড়ি, খিদিরপুর, পশ্চিমবঙ্গ পুলিশ।

আরও পড়ুন:WTC ফাইনালে কাকে এগিয়ে রাখলেন শাস্ত্রী?

 

 

Previous articleবিশ্ব পরিবেশ দিবসে সচেতনতার বার্তা দিতে অভিনব উদ্যোগ আকাশবাণীর
Next articleCMM কোর্ট থেকে সারদাকর্তার চিঠির কপি নিল CBI, শুভেন্দুকে গ্রে.ফতারের দাবি কুণালের