WTC ফাইনালে কাকে এগিয়ে রাখলেন শাস্ত্রী?

শাস্ত্রী মতে প্রতিটি দলে একটা চরিত্র প্রয়োজন হয়। যে ম‍্যাচ বদলে দিতে পারে। যাঁর দিকে সকলে তাকিয়ে থাকে।

বুধবার থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল। আর ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। আর এই হাইভোল্টেজ ম‍্যাচে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। শাস্ত্রীর মতে অজিদের বোলিং আক্রমণ অনেক শক্তিশালী। তাঁর মতে যশপ্রীত বুমরাহ না থাকায় ভারতীয় দলের পেসাররা একটু পিছিয়ে থাকবেন প্যাট কামিন্সদের থেকে।

এই নিয়ে শাস্ত্রী বলেন,” যদি ভারতীয় দলে যশপ্রীত বুমরাহ থাকত, তাহলে আমি বলতাম যে দুই দলের পেস আক্রমণ সমান শক্তিশালী। কিন্তু অস্ট্রেলিয়া দলে প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক রয়েছে।”

শাস্ত্রী আরও বলেন, “নেটে প্রতিদিন দু-ঘণ্টা বোলিং করা আর পাঁচদিন ৬ ঘণ্টা করে মাঠে থাকা এক বিষয় নয়। তবে আমার মনে হয় ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হতে পারেন মহম্মদ শামি।”

শাস্ত্রী মতে প্রতিটি দলে একটা চরিত্র প্রয়োজন হয়। যে বদলে দিতে পারে। যাঁর দিকে সকলে তাকিয়ে থাকে। এই নিয়ে তিনি বলেন,”দলে এমন এক জনকে প্রয়োজন হয়, যে চরিত্র হয়ে উঠবে। সে কত রান করল, উইকেট নিল, কেমন ফিল্ডিং করল, সেই সব কিছুর বাইরে গিয়ে একটা চরিত্র।”

আরও পড়ুন:WTC ফাইনালের জন‍্য ভারতীয় দলে প্রথম একাদশে কাকে কাকে রাখলেন গাভাস্কর?


 

 

Previous article“অমূল্য মুহূর্তের সাক্ষী হয়ে আপ্লুত”, নবজোয়ারে ফুরফুরা শরিফে অভিষেক
Next articleট্রেন দুর্ঘ.টনায় আ.হতদের দেখতে SSKM-এ মুখ্যমন্ত্রী, মঙ্গলে যাবেন ওড়িশা