এ বার নিয়োগ মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্রের ৪০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে বলে দাবি করল ইডি। এমনকি, এই সমস্ত তথ্য ঘেঁটে ইতিমধ্যেই সুজয়ের সম্পর্কে বেশ কিছু তথ্য ইডির হাতে এসেছে বলে দাবি করা হয়েছে ।
প্রসঙ্গত, নিয়োগ মামলায় গত ৩০ মে ‘সুজয় কৃষ্ণ’কে গ্রেফতার করেছিল ইডি। ইডির অভিযোগ, সুজয়ের সঙ্গে এক দিকে যেমন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বিধায়ক মানিক ভট্টাচার্যের যোগ ছিল, তেমনই দুই বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষেরও আর্থিক লেনদেনের সম্পর্ক ছিল।
ইতিমধ্যেই, ‘সুজয় কৃষ্ণ’র প্যানকার্ড এবং অন্যান্য তথ্যের সাহায্য নিয়ে বিভিন্ন ব্যাঙ্কের কাছ থেকে তথ্য চেয়ে পাঠিয়েছে ইডি।