Tuesday, November 18, 2025

নিয়োগ মামলায় ধৃত সুজয় কৃষ্ণের ৪০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ!

Date:

এ বার নিয়োগ মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্রের ৪০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে বলে দাবি করল ইডি। এমনকি, এই সমস্ত তথ্য ঘেঁটে ইতিমধ্যেই সুজয়ের সম্পর্কে বেশ কিছু তথ্য ইডির হাতে এসেছে বলে দাবি করা হয়েছে ।

প্রসঙ্গত, নিয়োগ মামলায় গত ৩০ মে ‘সুজয় কৃষ্ণ’কে গ্রেফতার করেছিল ইডি। ইডির অভিযোগ, সুজয়ের সঙ্গে এক দিকে যেমন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বিধায়ক মানিক ভট্টাচার্যের যোগ ছিল, তেমনই দুই বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষেরও আর্থিক লেনদেনের সম্পর্ক ছিল। ইডিকে সুজয় জেরায় জানান,, শান্তনু ব্যবসা শুরু করার সময় তাঁর স্ত্রীর সংস্থা থেকে মোটা টাকা দিয়ে সম্পত্তি কিনেছিলেন। আবার কুন্তলও ইডির কাছে স্বীকার করেছিলেন, ‘সুজয় কৃষ্ণ’র থেকে বড় অঙ্কের অর্থ সাহায্য নেওয়ার কথা। তবে কুন্তল একই সঙ্গে জানিয়েছিলেন, ওই টাকা তিনি ধার হিসাবে নিয়েছিলেন এবং পরে তা ফেরত দিয়ে দেন। এই সমস্ত তথ্য জানার পরই সুজয়ের আর্থিক লেনদেনে কড়া নজর দেয় ইডি।
ইতিমধ্যেই, ‘সুজয় কৃষ্ণ’র প্যানকার্ড এবং অন্যান্য তথ্যের সাহায্য নিয়ে বিভিন্ন ব্যাঙ্কের কাছ থেকে তথ্য চেয়ে পাঠিয়েছে ইডি।

Related articles

গোটা নির্বাচন প্রক্রিয়া নিয়েই সুপ্রিম কোর্টে যাওয়া উচিত: বিরোধীদের বার্তা পিকে-র

বিহারে কেউ দাবি করছেন ভোটার তালিকা। কারও অভিযোগ ভোটার সংখ্যা নিয়ে। আবার কোনও বিরোধী রাজনৈতিক দল এসআইআর (SIR)...

সুন্দরবন উন্নয়নে রাজ্যের ১২ দফতরের সমন্বয়: বিশ্বব্যাঙ্কের টাকায় ঢালাও প্রকল্প

একদিকে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ও তার জীববৈচিত্রকে রক্ষা করা। অন্যদিকে সুন্দরবনের দ্বীপে আশ্রয় পাওয়া জনবসতির সামগ্রিক ও...

কার সঙ্গে বিরোধ? এক নেতার নামে অভিযোগ করে নতুন দল গড়ছেন হুমায়ুন কবীর!

ঘুড়ির সুতো ছাড়ার মতো মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে প্রায় যা খুশি বলার ছাড় দিয়ে রাখা হয়েছে। তাতেই...

চওড়া হবে শহরের রাস্তা: যানজট নিয়ন্ত্রণে পুরসভার বড় সিদ্ধান্ত

শহরের যানজট এড়াতে কলকাতা মেট্রোর ভরসায় অফিস যাতায়াত করেন কলকাতা ও শহরতলি থেকে আসা মানুষ। স্কুল-কলেজের পড়ুয়াদেরও বড়...
Exit mobile version