Tuesday, November 4, 2025

সৌরজগতের বাইরে নতুন গ্রহের সন্ধান! জলের উৎস নিয়ে কৌতূহল বিজ্ঞানীদের

Date:

সৌরজগতের বাইরে এক নতুন গ্রহের সন্ধান মিলল। বিজ্ঞানীরা জানিয়েছেন গ্রহটিতে জলের চিহ্ন (Water Sign) পাওয়া গিয়েছে। আর এই নতুন গ্রহটিই এখন বিজ্ঞানীদের কৌতূহলের কেন্দ্রে। সম্প্রতি নাসার (NASA) জেমস ওয়েব টেলিস্কোপ (James Web Telescope) এই গ্রহের একটি ছবি সামনে এনেছে। তার পর থেকেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে গ্রহটি (Planet)।

নাসা জানিয়েছে, গ্রহটি আকারে অনেকটাই বড়। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির চেয়েও এর আকার প্রায় ১০ গুণেরও বেশি। তবে প্রথমে এই গ্রহটি একটি অতি উষ্ণ গ্যাসীয় গ্রহ হিসেবে পরিচিতি ছিল। তবে বর্তমানে তাতে জলের উপস্থিতি পাওয়ার পরই শুরু হয়েছে জোর চর্চা। সৌরজগতের বাইরে পৃথিবী থেকে ৪০০ আলোকবর্ষ দূরে একটি গ্রহ খুঁজে পেয়েছিলেন বিজ্ঞানীরা। এই গ্রহের নাম দেয়া হয়েছে ডব্লিউএএসপি-১৮বি (WBUASP)। ২০০৯ সালে প্রথম গ্রহটির খোঁজ মিলেছিল। সম্প্রতি জেমস ওয়েব টেলিস্কোপের ক্যামেরায় এই গ্রহের ছবি ধরা পড়েছে। বিজ্ঞানীরা জানান, এই গ্রহে প্রচুর জলীয় বাষ্প রয়েছে।

পাশাপাশি বিজ্ঞানীদের দাবি, এই গ্রহ নিজ নক্ষত্রের চার দিকে এক বার ঘুরে আসতে সময় নেয় মাত্র ২৩ ঘণ্টা অর্থাৎ, পৃথিবীর এক দিনের চেয়েও এই গ্রহের এক বছর খুব ছোট। ২৩ ঘণ্টাতেই এই গ্রহে ঘুরে যায় বছর। বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, এই গ্রহের তাপমাত্রা ঘোরাফেরা করে ২৭০০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

তবে গ্রহের যে অংশ নক্ষত্রের উল্টো দিকে মুখ করে থাকে, সেখানে তাপমাত্রা নেমে যায় অনেকটাই নীচে। বিভিন্ন অংশে তাপমাত্রার ফারাক থাকে অন্তত ১০০০ ডিগ্রি সেলসিয়াস। এত তাপমাত্রা সত্ত্বেও জলের উপস্থিতি কীভাবে পাওয়া গেল, তা ভাবিয়েছে বিজ্ঞানীদের।

 

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version