Wednesday, August 27, 2025

সৌরজগতের বাইরে এক নতুন গ্রহের সন্ধান মিলল। বিজ্ঞানীরা জানিয়েছেন গ্রহটিতে জলের চিহ্ন (Water Sign) পাওয়া গিয়েছে। আর এই নতুন গ্রহটিই এখন বিজ্ঞানীদের কৌতূহলের কেন্দ্রে। সম্প্রতি নাসার (NASA) জেমস ওয়েব টেলিস্কোপ (James Web Telescope) এই গ্রহের একটি ছবি সামনে এনেছে। তার পর থেকেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে গ্রহটি (Planet)।

নাসা জানিয়েছে, গ্রহটি আকারে অনেকটাই বড়। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির চেয়েও এর আকার প্রায় ১০ গুণেরও বেশি। তবে প্রথমে এই গ্রহটি একটি অতি উষ্ণ গ্যাসীয় গ্রহ হিসেবে পরিচিতি ছিল। তবে বর্তমানে তাতে জলের উপস্থিতি পাওয়ার পরই শুরু হয়েছে জোর চর্চা। সৌরজগতের বাইরে পৃথিবী থেকে ৪০০ আলোকবর্ষ দূরে একটি গ্রহ খুঁজে পেয়েছিলেন বিজ্ঞানীরা। এই গ্রহের নাম দেয়া হয়েছে ডব্লিউএএসপি-১৮বি (WBUASP)। ২০০৯ সালে প্রথম গ্রহটির খোঁজ মিলেছিল। সম্প্রতি জেমস ওয়েব টেলিস্কোপের ক্যামেরায় এই গ্রহের ছবি ধরা পড়েছে। বিজ্ঞানীরা জানান, এই গ্রহে প্রচুর জলীয় বাষ্প রয়েছে।

পাশাপাশি বিজ্ঞানীদের দাবি, এই গ্রহ নিজ নক্ষত্রের চার দিকে এক বার ঘুরে আসতে সময় নেয় মাত্র ২৩ ঘণ্টা অর্থাৎ, পৃথিবীর এক দিনের চেয়েও এই গ্রহের এক বছর খুব ছোট। ২৩ ঘণ্টাতেই এই গ্রহে ঘুরে যায় বছর। বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, এই গ্রহের তাপমাত্রা ঘোরাফেরা করে ২৭০০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

তবে গ্রহের যে অংশ নক্ষত্রের উল্টো দিকে মুখ করে থাকে, সেখানে তাপমাত্রা নেমে যায় অনেকটাই নীচে। বিভিন্ন অংশে তাপমাত্রার ফারাক থাকে অন্তত ১০০০ ডিগ্রি সেলসিয়াস। এত তাপমাত্রা সত্ত্বেও জলের উপস্থিতি কীভাবে পাওয়া গেল, তা ভাবিয়েছে বিজ্ঞানীদের।

 

 

 

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version