Tuesday, May 6, 2025

সোমবার হয়ে গেল কলকাতা লিগের গ্রুপ বিন‍্যাস, কঠিন গ্রুপে মোহনবাগান,DHFC

Date:

সোমবার আইএফএ অফিসে হয়ে গেল আসন্ন কলকাতা প্রিমিয়ার লিগের গ্রুপ বিন‍্যাস। মোট ২৬টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হল লটারির মাধ‍্যমে। কঠিন গ্রুপে মোহনবাগান, ডায়মন্ড হারবার এফসি। এদিন প্রিমিয়ার ‘এ’এবং প্রিমিয়ার ‘বি’ ক্লাবগুলিকে নিয়ে মিটিং করে আইএফএ কর্মকর্তারা।

এদিন যে গ্রুপ বিন‍্যাস হয়েছে, তাতে মোহনবাগান রয়েছে গ্রুপ ‘এ’-তে, অন্যদিকে গ্রুপ ‘বি’-তে রয়েছে ইস্টবেঙ্গল। তুলনামূলক কঠিন গ্রুপে মোহনবাগান। সবুজ-মেরুন গ্রুপে রয়েছে মহামেডান। এছাড়াও রয়েছে ডায়মন্ড হারবার এফসি, ইউনাইটেড স্পোর্টস, টালিগঞ্জ অগ্রগামী এবং সাদার্ন সমিতির মতো দল, যারা যেকোনো দিন বড় ক্লাবগুলিকে বিপদে ফেলতে পারে। অন্যদিকে ইস্টবেঙ্গলের গ্রুপে রয়েছে ভবানীপুর, পুলিশ এসি, ইস্টার্ন রেল, বিএসএস, এরিয়ান, জর্জ টেলিগ্রাফের মত ফুটবল ক্লাব।

এদিন বৈঠকের পর আইএফএ সচিব অনির্বান দত্ত বলেন, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৫ জুন থেকে প্রিমিয়ার লিগ শুরু হবে।

এক নজরে দেখে নেওয়া যাক কলকাতা লিগের দুটি গ্রুপ

গ্রুপ এ – মোহনবাগান, মহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি, ইউনাইটেড স্পোর্টস, টালিগঞ্জ অগ্রগামী, সাদার্ন সমিতি, ডালহৌসি, এফসিআই, পিয়ারলেস, কালীঘাট মিলন সংঘ, আর্মি রেড, পাঠচক্র।

গ্রুপ বি – ইস্টবেঙ্গল, ভবানীপুর, পুলিশ এসি, ইস্টার্ন রেল, বিএসএস, এরিয়ান, জর্জ টেলিগ্রাফ, রেলওয়ে এফসি, কাস্টমস, রেনবো, উয়াড়ি, খিদিরপুর, পশ্চিমবঙ্গ পুলিশ।

আরও পড়ুন:WTC ফাইনালে কাকে এগিয়ে রাখলেন শাস্ত্রী?

 

 

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version