Saturday, November 15, 2025

দাবদাহে পুড়ছে দার্জিলিং! রাজ্যজুড়ে তাপপ্রবাহের পূর্বাভাস! বৃষ্টি কবে?

Date:

এপ্রিলের তাপপ্রবাহের পর ফের জুনের শুরুতেই রোদের দাবদাহে পুড়ছে বাংলা। চাতকের মতো একফোঁটা বৃষ্টির অপেক্ষায় বঙ্গবাসী! কিন্তু বৃষ্টির আশ্বাসবার্তা শোনাতে পারেনি হাওয়া অফিস। উল্টে রাজ্যজুড়ে তাপপ্রবাহের পূর্বাভাস জারি করা হয়েছে।

আরও পড়ুন:ওড়িশায় ফের লাইনচ্যুত ট্রেন, ক্ষতিগ্রস্ত একাধিক কামরা
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার থেকেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ শুরু হয়ে যাবে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে সোমবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে তাপপ্রবাহ হতে পারে হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়াতেও। আগামী পাঁচ দিন এই জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। তবে কলকাতায় আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা নেই।


দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ঘেঁষা জেলাগুলিতেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। আলিপুর সূত্রে জানানো হয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে সোমবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ হতে পারে।দার্জিলিং-এও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
তবে বৃষ্টিতে ভিজবে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কিছুটা জায়গায়। সোমবার ভিজতে পারে উত্তর ২৪ পরগনাও। এ ছাড়া, বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে। তবে এই বৃষ্টির সম্ভাবনা বেশ ক্ষীণ।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version