Friday, August 22, 2025

পুর নিয়োগ দু.র্নীতি মামলার তদন্তে রাজ্যজুড়ে CBI হানা! তল্লাশি অয়ন শীলের বাড়িতেও

Date:

পুরসভায় নিয়োগ দুর্নীতি (Municipalit Recruitment Scam) মামলার তদন্তে এবার রাজ্য জুড়ে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-র (CBI)। জানা গিয়েছে, বুধবার সকালে একাধিক দলে বিভক্ত হয়ে রাজ্যের একাধিক পুরসভায় হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পাশাপাশি এদিন নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া অয়ন শীলের (Ayan Seal) একটি ফ্ল্যাট ও অফিসে তল্লাশি (Search Operation) চালানো হয়।

বুধবার সকালেই নিজাম প্যালেস (Nizam Palace) থেকে বের হয় সিবিআই আধিকারিকদের বেশ কয়েকটি দল। সল্টলেকের পুর ও নগরোন্নয়ন দফতর, চুঁচুড়া, শান্তিপুর, নিউ বারাকপুর, টিটাগড়, পানিহাটি ও দমদম,  দক্ষিণ দমদম পুরসভা, বাদুরিয়া-সহ বেশ কয়েকটি জায়গায় তাঁরা তল্লাশি অভিযান চালান। দীর্ঘসময় ধরে চলে ম্যারাথন তল্লাশি। জানা গিয়েছে, একাধিক গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখছেন তাঁরা। তবে মূলত নিয়োগ সংক্রান্ত নথিপত্রই খতিয়ে দেখা হচ্ছে। এদিন নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেডের অফিস, ফ্ল্যাট ও পৈতৃক বাড়িতেও জোরকদমে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

পাশাপাশি এদিন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুরসভাগুলির অন্তর্গত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন সিবিআই আধিকারিকরা। চুঁচুড়ায় অয়ন শীলের ফ্ল্যাট ও অফিসে হানা দেয় সিবিআই। তবে অয়ন শীলের বাড়ি সিল করা ছিল। আর সেকারণেই অয়নের বাড়িতে যাওয়ার আগে থানায় যায় সিবিআই। জানা গিয়েছে, মূলত নথি খতিয়ে দেখতেই রাজ্য জুড়ে এই তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির পাশাপাশি এবার রাজ্যের পুরসভাগুলির নিয়োগ দুর্নীতিতে নজর সিবিআইয়ের। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে কার্যত তেঁড়েফুঁড়ে ময়দানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পাশাপাশি এদিন সকালে পুর ও নগরোন্নয়ন দফতরে হানা দেয় সিবিআই।

 

 

 

Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...
Exit mobile version