Wednesday, November 12, 2025

স্বর্গেই বাস বলি ঊর্বশীর, ১৯০ কোটির বাংলো যেন ইন্দ্রপুরী!

Date:

দেবরাজ ইন্দ্রের প্রিয় ঊর্বশীর কথা সকলেই জানেন। তাঁর যেমন রূপ তেমনই নৃত্য পারদর্শিতা। ইন্দ্রলোকে তাঁর জন্য ছিল বিশেষ ব্যবস্থা। বাস্তবের ঊর্বশীর (Urvashi Rautela) ক্ষেত্রেও বোধহয় এই কথাটি বেশ প্রযোজ্য। বলিউডের আইটেম গার্ল ঊর্বশী রাউটেলা (Bollywood Item Girl Urvashi Rautela) মানেই ঝকঝকে স্ক্রিন প্রেজেন্সে মোহময়ী শরীরী আবেদন আর দারুণ কিছু ড্যান্স স্টেপ। যদিও এনাকে নিয়ে বিতর্কের শেষ নেই। সম্প্রতি সেই তালিকায় জুড়েছে তাঁর ১৯০ কোটি টাকার বাংলো। দাম শুনে চোখ কপালে উঠেছে বড় বড় সুপারস্টারের।

ঊর্বশীর (Urvashi Rautela) ব্যক্তিগত জীবন সবসময় চর্চায় থাকে। বেশ কিছু বছর ধরেই ক্রিকেটার ঋষভ পন্থ (Risabh Panth) ও ঊর্বশী রাউটেলার সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। দুজনে প্রকাশ্যে এই নিয়ে কথা না বললেও বলি অন্দরে এবং ক্রিকেটারের ঘনিষ্ঠ মহল বলেছিল, দুই তারকা একে অন্যকে মন দিয়েছেন। ঘটনা না রটনা সেটা বোঝার আগেই চিত্রনাট্যে বড় পরিবর্তন – ব্রেকআপ স্টোরি।তাঁরা নিজেদের নিয়ে উল্টো সুরে কথা বলছেন দেখে সম্পর্ক ভাঙনের ইঙ্গিত মিলেছিল। তবে গল্পে নয়া টুইস্ট আনল, ২০২২ সালের শেষের দিকে ঋষভের অ্যাক্সিডেন্ট। পাপারাজ্জিরা ঋষভকে নিয়ে ঊর্বশীকে প্রশ্ন করলে তিনি এড়িয়ে না গিয়ে জানিয়েছিলেন, পন্থের জন্য তিনিও প্রার্থনা করছেন। তাহলে কি সম্পর্ক জোড়া লেগেছে? ১৯০ কোটির বাংলো কেনার পর অভিনেত্রীকে নিয়ে এভাবেই কটাক্ষ নেটবাসীর।

সম্প্রতি আইকন যশ চোপড়ার বাড়ির কাছেই একটি প্রাসাদ কিনেছেন নায়িকা। প্রথমে লোখন্ডওয়ালায় বাড়ি কিনতে চাইলেও পরে মত বদলে জুহুতে তিনি খুঁজে নেন নিজের সাধের বাড়ি। তবে সেটা যে ইন্দ্রপুরী তা বুঝতে বাকি নেই কারোর। শ্বেত শুভ্র সিঁড়ির তামাটে রেলিং একতলা থেকে চারতলা পর্যন্ত নজর কেড়েছে। বিশেষ ইন্টেরিয়র ডিজাইনার এনে বাড়ি সাজিয়েছেন ঊর্বশী। বাড়িতে সাজানো বাগান, চোখ ধাঁধানো কারুকার্য আনাচে কানাচে, বাংলোর মধ্যেই অত্যাধুনিক জিম সঙ্গে সুইমিং পুল। হাতে যাঁর সেরকম কাজ নেই, শেষ কবে সিনেমায় দেখা গেছে তা বলতে উইকিপিডিয়ারও সময় লাগবে, সেই তিনি ১৯০ কোটি টাকার বাড়ি মানে বাংলো কিনলেন কীভাবে? জল্পনা বাড়ছে প্রেমিকার কাছে এটাই কি পন্থের প্রেম নিবেদনের পন্থা, নাকি পিকচার আভি বাকি হ্যায়..

 

Related articles

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা...

অর্পিতার সঙ্গে সম্পর্ক কী, কাদের নিয়ে পরিবার? খোলাখুলি উত্তর পার্থর

শিক্ষক নিয়োগ মামলায় তাঁর গ্রেফতার হওয়ার পরেই গ্রেফতার হন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukharjee)। জামিন পেয়ে বাড়ি...

ডবল ইঞ্জিনের গোয়ায় কোটি টাকার চাকরি কেলেঙ্কারি! জড়িত বিজেপি মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলা

ফের ডবল ইঞ্জিন সরকারের দুর্নীতি ফাঁস। কোটি কোটি টাকার 'চাকরির বিনিময়ে নগদ' কেলেঙ্কারির এক মূল অভিযুক্ত গোয়ার (Goa)...

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...
Exit mobile version