Thursday, November 6, 2025

লোন দেওয়ার নামে কোটি কোটি টাকা দু.র্নীতির অভিযোগ! CID-র জা.লে ব্যাঙ্ক ম্যানেজার

Date:

কয়েক কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ। অবশেষে গ্রেফতার (Arrest) এক ব্যাঙ্ক ম্যানেজার (Bank Manager)। মঙ্গলবার গভীর রাতে ওই সমবায় ব্যাঙ্কের ম্যানেজারকে গ্রেফতার করেন সিআইডি আধিকারিকরা (CID)। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যাঙ্ক ম্যানেজারের নাম যজ্ঞেশ্বর ভুঁইঞা। তাঁর বিরুদ্ধে কয়েক কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ, ব্যাঙ্কের গ্রাহকদের লোন দেওয়ার নামে সই নকল করে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেন ওই ব্যাঙ্ক ম্যানেজার। উত্তর ২৪ পরগনার (North 24 PGS) বসিরহাটের হাড়োয়া থানা এলাকার ঘটনা। সেখানে মিনাখাঁ ব্লকের বাছড়া-মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর সমবায় সমিতির ব্যাঙ্ক ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন যজ্ঞেশ্বর।

মঙ্গলবার গভীর রাতে মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যাঙ্ক ম্যানেজারকে গ্রেফতার করে সিআইডি। এদিকে অভিযুক্ত ব্যাঙ্ক ম্যানেজারকে বুধবারই বসিরহাট মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে (Custody) নেওয়ার আবেদন জানায় সিআইডি। বিচারক ওই ব্যাঙ্ক ম্যানেজারকে সাত দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে খবর, সমবায় ব্যাঙ্কের ওই ম্যানেজারের বিরুদ্ধে আগেই বিস্তর অভিযোগ তুলেছিলেন গ্রাহকদের একাংশ। এরপরই ব্যাঙ্ক ম্যানেজারের আসল চেহারা সামনে আসে।

পরে হাড়োয়া থানায় অভিযোগও জানিয়েছিলেন গ্রাহকরা। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। পরবর্তীতে সেই অভিযোগের তদন্তভার যায় সিআইডি অফিসারদের হাতে। সিআইডি তদন্তভার হাতে পেতেই ওই ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে যাবতীয় অভিযোগের বিষয়ে তথ্যপ্রমাণ জোগাড় শুরু হয়। শেষ পর্যন্ত মোহনপুরের সমবায় সমিতির ব্যাঙ্কের ম্যানেজার যজ্ঞেশ্বর ভুঁইঞাকে গ্রেফতার করেন সিআইডি আধিকারিকরা। অভিযুক্ত ওই ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে মোট ন’টি ধারায় মামলা রুজু করা হয়েছে।

 

 

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...
Exit mobile version