জবলপুরে ফের বেলাইন ট্রেন! রেলের সুরক্ষা নিয়ে আবারও প্রশ্ন

ফের রেলে দুর্ঘটনা! এবার ঘটনাস্থল মধ্যপ্রদেশের জবলপুর। মঙ্গলবার রাতে রান্নার গ্যাসবোঝাই দু’টি ওয়াগন বেলাইন হয়ে যায়। মালগাড়িটি একটি গ্যাস কারখানায় গ্যাস পৌঁছে দিচ্ছিল, সেই সময়ই বেলাইন হওয়ার ঘটনাটি ঘটে।বার বার বেলাইনের ঘটনায় আবারও রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে।



আরও পড়ুন:অল্পের জন্য বড়সড় দু*র্ঘটনা হতে হতেও হল না! রক্ষা পেল নয়াদিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস


ওড়িশার বালেশ্বরের কাছে ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। স্বজনহারাদের চোখের জল এখনও শুকোয়নি। এই পরিস্থিতিতেই মঙ্গলবার রাতে রান্নার গ্যাসবোঝাই একটি মালগাড়ি জবলপুরের ভারত পেট্রোলিয়াম ডিপোয় গ্যাস দিতে যাচ্ছিল। সেই সময় আচমকাই মালগাড়ির দু’টি গ্যাসভর্তি ওয়াগন বেলাইন হয়ে যায়। তবে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন রেলের আধিকারিকেরা। পৌঁছয় অ্যাক্সিডেন্ট রিলিফ ভেহিকল। উদ্ধারকাজ চলছে জোরকদমে। বেলাইন হওয়ার ঘটনার হতাহতের কোনও খবর নেই। তবে কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও অজানা।


Previous articleনবান্নের সুপারিশেই সিলমোহর রাজভবনের, রাজ্যের নয়া নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিনহা
Next articleধেয়ে আসছে ‘বিপর্যয়’ ! কখন, কোথায় ল্যান্ডফল ?