Thursday, November 13, 2025

টেস্ট বিশ্বকাপের ফাইনালে জয় পেলেই আইসিসির সব ট্রফি পাবে রোহিতরা, হাতছানি অস্ট্রেলিয়ারও

Date:

Share post:

টেস্ট বিশ্বকাপের ফাইনালে জোরদার লড়াই করছে ভারত এবং অস্ট্রেলিয়া। দুই দেশই প্রথম বার এই ট্রফি জেতার জন্য লড়ছে।কিন্তু জানেন কী? এই ট্রফি যে দল জিতবে তারা আইসিসির সব ট্রফি পেয়ে যাবে।কারণ, ভারত এবং অস্ট্রেলিয়া দুই দলই আইসিসির বাকি সব ট্রফি জিতলেও টেস্ট বিশ্বকাপ জিততে পারেনি।

গত বার ভারত ফাইনাল খেলেছিল ঠিকই, কিন্তু জিততে পারেনি। এ বার সেই সুযোগ রয়েছে রোহিত শর্মাদের সামনে। ভারত প্রথমবার এক দিনের বিশ্বকাপ জিতেছিল ১৯৮৩ সালে। কপিলদেবের নেতৃত্বে লর্ডসে জিতেছিল ভারত। পরের বিশ্বকাপ জিততে ভারতকে অপেক্ষা করতে হয় ২৮ বছর। ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনি দ্বিতীয় এক দিনের বিশ্বকাপ এনে দেন ভারতকে।

তার আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল দেশ। সে বার যুগ্মবিজয়ী ঘোষণা করা হয়েছিল। বৃষ্টির জন্য ম্যাচ খেলা হয়নি। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। ধোনি সে বার অধিনায়ক ছিলেন। তাঁর নেতৃত্বেই ২০১৩ সালে ভারত দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তোলে।

অস্ট্রেলিয়া এক দিনের বিশ্বকাপে প্রথম জয় পেযেছিল ১৯৮৭ সালে। পাঁচ বারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া। তারা পরের বিশ্বকাপ জিতেছিল ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫ সালে। টি-টোয়েন্টি বিশ্বকাপ একবারই ঘরে তুলতে পেরেছে অস্ট্রেলিয়া। ২০২১ সালে দুবাইয়ে অ্যারন ফিঞ্চের নেতৃত্বে প্রথমবার আইসিসির এই ট্রফি জেতে তারা। ভারতের মতো অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছিল দু’বার। ২০০৬ এবং ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল তারা।

এখনও পর্যন্ত আইসিসির ছেলেদের সিনিয়র প্রতিযোগিতায় ভারতের রয়েছে পাঁচটি ট্রফি এবং অস্ট্রেলিয়ার আটটি। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ এখনও পায়নি কোনও দল। প্রথম বার এই ট্রফি পাবে এই দুই দলের কেউ। টেস্ট ড্র হলে যদিও যুগ্মজয়ী ঘোষণা করা হবে। সে ক্ষেত্রে দুই দেশই একসঙ্গে আইসিসির সব ট্রফির দাবিদার হবে।

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...