ঢাকঢোল পিটিয়ে দেশজুড়ে ‘স্বচ্ছ ভারত মিশন’ চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রচারমুখি প্রধানমন্ত্রীর এই অভিযান প্রচারে কোটি কোটি টাকা ব্যয়ও করা হয়েছিল। কিন্তু নিট ফল শূন্য। হাতে কলমে তার প্রমাণ মিলল ফের একবার। গোটা বিশ্বে সর্বোচ্চ দূষিত শহরের যে তালিকা সম্প্রতি প্রকাশ্যে এল সেখানে দেখা যাচ্ছে বিশ্বের সর্বোচ্চ ২০ টি দূষিত শহরের তালিকায় ১৪ টি শহর ভারতের।

প্রতি বছরের মতো এবছরেও বিশ্বের দূষিত শহরের তালিকা প্রকাশ করেছে সুইস সংস্থা আইকিউ এয়ার। আর সেই রিপোর্টে ভারতের যে ছবি প্রকাশ্যে এল তা দেখলে চমকে উঠতে হয়। সংশ্লিষ্ট রিপোর্ট অনুযায়ী, বিশ্বের ২০টি সবচেয়ে বেশি দূষিত শহরের মধ্যে ১৪টি রয়েছে ভারতে। দেশের মধ্যে সবচেয়ে দূষিত শহরের তালিকায় উপরে রয়েছে ভিওয়ান্ডি ও দিল্লি। দূষিত শহরের বিশ্ব তালিকা এই দুই শহরের জায়গা হয়েছে তৃতীয় ও চতুর্থ স্থানে। বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। এরপর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে চিনের হোতান।

একঝলকে দেখে নিন বিশ্বের সর্বোচ্চ ২০ টি দূষিত শহরের তালিকা…
১. লাহোর (পাকিস্তান)
২. হোতান (চিন)
৩. ভিওয়ান্ডি (ভারত)
৪. দিল্লি (ভারত)
৫. পেশোয়ার (পাকিস্তান)
৬. দ্বারভাঙা (ভারত)
৭. আসোপুর (ভারত)
৮. এন’জামেনা (চাদ)
৯. নয়াদিল্লি (ভারত)
১০. পাটনা (ভারত)
১১. গাজিয়াবাদ (ভারত)
১২. ধারুহেরা (ভারত)
১৩. বাগদাদ (ইরাক)
১৪. ছাপড়া (ভারত)
১৫. মুজফ্ফরনগর (ভারত)
১৬. ফয়সলাবাদ (পাকিস্তান)
১৭. গ্রেটার নয়ডা (ভারত)
১৮. বাহাদুরগড় (ভারত)
১৯. ফরিদাবাদ (ভারত)
২০. মুজফ্ফরপুর (ভারত)
