Friday, May 23, 2025

স্বচ্ছ ভারত প্রচারেই! বিশ্বের সর্বোচ্চ ২০ টি দূষিত শহরের মধ্যে ১৪ টি ভারতের

Date:

Share post:

ঢাকঢোল পিটিয়ে দেশজুড়ে ‘স্বচ্ছ ভারত মিশন’ চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রচারমুখি প্রধানমন্ত্রীর এই অভিযান প্রচারে কোটি কোটি টাকা ব্যয়ও করা হয়েছিল। কিন্তু নিট ফল শূন্য। হাতে কলমে তার প্রমাণ মিলল ফের একবার। গোটা বিশ্বে সর্বোচ্চ দূষিত শহরের যে তালিকা সম্প্রতি প্রকাশ্যে এল সেখানে দেখা যাচ্ছে বিশ্বের সর্বোচ্চ ২০ টি দূষিত শহরের তালিকায় ১৪ টি শহর ভারতের।

প্রতি বছরের মতো এবছরেও বিশ্বের দূষিত শহরের তালিকা প্রকাশ করেছে সুইস সংস্থা আইকিউ এয়ার। আর সেই রিপোর্টে ভারতের যে ছবি প্রকাশ্যে এল তা দেখলে চমকে উঠতে হয়। সংশ্লিষ্ট রিপোর্ট অনুযায়ী, বিশ্বের ২০টি সবচেয়ে বেশি দূষিত শহরের মধ্যে ১৪টি রয়েছে ভারতে। দেশের মধ্যে সবচেয়ে দূষিত শহরের তালিকায় উপরে রয়েছে ভিওয়ান্ডি ও দিল্লি। দূষিত শহরের বিশ্ব তালিকা এই দুই শহরের জায়গা হয়েছে তৃতীয় ও চতুর্থ স্থানে। বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। এরপর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে চিনের হোতান।

একঝলকে দেখে নিন বিশ্বের সর্বোচ্চ ২০ টি দূষিত শহরের তালিকা…
১. লাহোর (পাকিস্তান)
২. হোতান (চিন)
৩. ভিওয়ান্ডি (ভারত)
৪. দিল্লি (ভারত)
৫. পেশোয়ার (পাকিস্তান)
৬. দ্বারভাঙা (ভারত)
৭. আসোপুর (ভারত)
৮. এন’জামেনা (চাদ)
৯. নয়াদিল্লি (ভারত)
১০. পাটনা (ভারত)
১১. গাজিয়াবাদ (ভারত)
১২. ধারুহেরা (ভারত)
১৩. বাগদাদ (ইরাক)
১৪. ছাপড়া (ভারত)
১৫. মুজফ্ফরনগর (ভারত)
১৬. ফয়সলাবাদ (পাকিস্তান)
১৭. গ্রেটার নয়ডা (ভারত)
১৮. বাহাদুরগড় (ভারত)
১৯. ফরিদাবাদ (ভারত)
২০. মুজফ্ফরপুর (ভারত)

spot_img

Related articles

মস্কোর আকাশে ইউক্রেনের ড্রোন হামলা! বিপাকে ভারতের প্রতিনিধি দল

নিজের দেশের উপর জঙ্গি কার্যকলাপ থামাতে গিয়ে অন্য দেশের নিরন্তর অশান্তির মুখে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল। যুদ্ধবিধ্বস্ত রাশিয়ায়...

সংরক্ষণ নিয়ে কলকাতা হাই কোর্টের রায়ে কলেজে ভর্তিতে আশার আলো

এখনও সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচারাধীন ওবিসি মামলা। ফলে বাংলার কলেজগুলিতে ভর্তির বিষয়টিও ঝুলে রয়েছে। এরমধ্যে এই মামলায়...

শুক্র- শনিতে বন্ধ আন্দামানের আকাশপথ, নয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষার পথে ভারত! 

নোটিস টু এয়ারমেন (NOTAM) জারি করে শুক্র ও শনিবার (২৩ - ২৪মে) আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ চত্বরে বিমান চলাচল বন্ধ...

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার বার্তা জাপানের হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকারের

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে পূর্ণ সমর্থন জানিয়েছে জাপান (Japan)। বৃহস্পতিবারই টোকিও যাওয়া ভারতীয় সাংসদদের প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছিলেন...