Wednesday, November 12, 2025

১২-র বদলে ২৩ জুন পাটনায় বিরোধী জোটের বৈঠক, থাকবেন মমতা-রাহুল

Date:

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোটের সলতে পাকাতে পটনায় (Patna) জোট বৈঠক ২৩ জুন। বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার প্রেক্ষিতে ১২ জুনের বৈঠক বাতিল হয়। ২৩ জুন বৈঠকের দিন নির্ধারিত হয়েছে। সূত্রের খবর, বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)-সহ সারা দেশের বিজেপি বিরোধী রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী এবং নেতারা থাকবেন। থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।

এর আগে নয়া সংসদ ভবন উদ্বোধনের দিনই জোটের প্রথম বৈঠকের দিন ঘোষণা করেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার (Nitish Kumar)। ১২ জুন পাটনাতে বিরোধী জোটের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বালেশ্বরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার কারণে বৈঠক করা হয়। পাশাপাশি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের বাইরে ছিলেন। অন্য কংগ্রেস নেতাদেরও ভাষা সম্ভব ছিল না। বুধবার এর দিন ঘোষণা করেন নীতিশ কুমার তবে বৈঠক হবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত পাটনাতেই। বিরোধী জোটের সলতে পাকাতে নীতীশ কুমার যখন কলকাতায় বৈঠক করেন, তখনই বিরোধী জোটের প্রথম বৈঠক পাটনায় করার প্রস্তাব দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৭৪ সালে পাটনার গান্ধী ময়দান থেকেই ‘সম্পূর্ণ ক্রান্তি’র ডাক দেন জয়প্রকাশ নারায়ণ। সেই জোটবদ্ধ আন্দোলনের জেরে পতন হয় তৎকালীন কংগ্রেস সরকারের। সেই ইতিহাস স্মরণ করেই দিল্লিতে নয়, বিজেপি বিরোধী জোটের প্রথম বৈঠক পাটনায় করার প্রস্তাব দেন তৃণমূল সভানেত্রী। সেই কথা মেনে নিয়েই পাটনাতে জোটের প্রথম বৈঠকের কথা জানান নীতীশ। ২১ বিরোধীদলের অনুপস্থিতিতে নয়া সংসদ ভবনের উদ্বোধনের দিনই বৈঠকের দিন ঘোষণা করেন নীতীশ।

বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি, দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদবের থাকার কথা। কংগ্রেসর তরফে মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী থাকবেন বলে সূত্রের খবর। থাকতে পারেন এম কে স্ট্যালিন, কেসিআর-সহ দাক্ষিণাত্যের নেতারাও।

২৪ এপ্রিল নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন নীতীশ কুমার। সঙ্গে ছিলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। এখান থেকে লখনউ গিয়ে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গেও দেখা করেন তাঁরা। বৈঠক করেন উদ্ধব, অরবিন্দ, এমনকী নবীন পট্টনায়েক সঙ্গেও। তবে, এই জোটে ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেডি নেতা নবীন পট্টনায়েককে পাশে পাওয়া যাবে কি না তা নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল।

আরও পড়ুন- অনুরাগ ঠাকুরের সঙ্গে পাঁচ ঘণ্টার বৈঠক, ১৫ জুন পর্যন্ত স্থগিত কুস্তিগিরদের প্র.তিবাদ

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version