Thursday, November 13, 2025

পঞ্চায়েত ভোট কবে? উত্তরে যা বললেন রাজ্যের নবনিযুক্ত নির্বাচন কমিশনার রাজীব সিনহা

Date:

Share post:

রাজ্যের নতুন নির্বাচন কমিশন (Election Commission) নিযুক্ত হওয়ার পর আজ, বুধবার তাঁর দফতরে গিয়ে দায়িত্ব বুঝে নেন রাজীব সিনহা (Rajeev Sinha)। তাঁকে অভ্যর্থনা জানান দফতরের অন্যান্য আধিকারিকরা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিনেন নতুন নির্বাচন কমিশনার।

খুব স্বাভাবিকভাবেই রাজীব সিনহার কাছে প্রশ্ন যায়, পঞ্চায়েত ভোট কবে হতে পারে? এ প্রসঙ্গে নতুন নির্বাচন কমিশনার জানান, “নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পর পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন। এক্ষেত্রে আলাদা করে তাদের কোনও ভূমিকা নেই। আইনে যেমনটা লেখা আছে সেভাবেই কাজ হবে।” পাশাপাশি তিনি বলেন, রাজ্য নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা। তাদের কাজের কিছু নিয়ম রয়েছে এবং সেগুলি আইনে উল্লেখিত রয়েছে। সেভাবেই আগামিদিনে তিনি কাজ করতে চান।

প্রসঙ্গত, বেশ কিছুদিন রাজ্য-রাজ্যপাল টানাপোড়েনের পর
নবান্নের প্রস্তাবিত নামেই সিলমোহর দেয় রাজভবন। রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে বেছে নেওয়া হয় প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহাকে। তবে নবান্নের নাম পাঠানোর ২০ দিন পর মিলল সেই সম্মতি। একাধিক চিঠি চালাচালি হয়েছে রাজভবন এবং নবান্নের মধ্যে। অবশেষে রাজভবন নতুন রাজ্য নির্বাচন কমিশনার সংক্রান্ত ফাইল ছেড়ে দেওয়ায় স্বস্তিতে নবান্ন।

প্রশাসনিক মহলের বক্তব্য, সামনেই পঞ্চায়েত ভোট। প্রাক্তন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস অবসর নিয়েছেন গত ২৮ মে। এই পরিস্থিতিতে এই শুন্যস্থান পূরণ হওয়া আবশ্যিক ছিল। না হলে পঞ্চায়েত নির্বাচন নিয়েও সংশয় দেখা দিতে পারত। গত ১৮ মে রাজীব সিনহার নাম প্রস্তাব করে রাজভবনে ফাইল পাঠিয়েছিল নবান্ন। তারপরে কেন রাজ্য সরকার রাজীব সিনহার নাম প্রস্তাব করলেন তা জানতে চায় রাজভবন। সেই সংক্রান্ত উত্তর দেওয়ার পর। ফের দ্বিতীয় এবং তৃতীয় নাম চাওয়া হয়। দ্বিতীয় নাম হিসেবে শীর্ষ আমলা অজিত রঞ্জন বর্ধনের নাম পাঠায় নবান্ন। তারপর ফের তৃতীয় নাম চেয়ে পাঠায় রাজভবন। তবে নতুন আর কোনও নাম পাঠানো হবে না বলেই সিদ্ধান্ত নেয় নবান্ন।

উল্লেখ্য, এমন টানাপোড়েনের মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ”এই সমস্ত কাজ নিয়ে আজ পর্যন্ত কোনওদিন সমস্যা হয়নি। এই প্রথম এতো সমস্যা হচ্ছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। পুরসভা নির্বাচনও আছে। তাই আমি মাথা নিচু না করেও ফাইল ছাড়তে আবেদন করছি।” মূলত, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পরেই এই সংক্রান্ত ফাইল রাজভবন থেকে ছাড়া হয়েছে বলেই আমলা মহলের বক্তব্য।

 

spot_img

Related articles

SIR আতঙ্কে মৃত্যু রাষ্ট্রীয় হত্যা! শ্যামলকুমার সাহার মৃত্যুতে শাহকেই দায়ী করলেন দেবাংশু

নদিয়ার তাহেরপুরের কালীনারায়ণপুর মণ্ডলপাড়ায় ক’দিন আগেই এসআইআর-আতঙ্কে মৃত্যু হয় সত্তরোর্ধ্ব শ্যামলকুমার সাহার। বৃহস্পতিবার মৃত শ্যামল সাহার বাড়িতে যান...

SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় কোচবিহারে পদযাত্রা অভিষেকের

যে কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন, SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় সেই কোচবিহারে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...