নবান্নের সুপারিশেই সিলমোহর রাজভবনের, রাজ্যের নয়া নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিনহা

দীর্ঘ টালবাহানার পর পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের প্রধান হিসাবে রাজীব সিনহার নামেই অনুমোদন দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত ২৮ মে এই পদে মেয়াদ শেষ হয়েছিল সৌরভ দাসের। তারপর নবান্নর তরফে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার নাম সুপারিশ করে রাজভবনে প্রস্তাব পাঠানো হয়েছিল। এতদিনে সেই সুপারিশে সিলমোহর দিল রাজভবন।অর্থ্যাৎ, রাজ্যের নয়া নির্বাচন কমিশনার হিসাবে রাজীবের নামেই অনুমোদন দেওয়া হয়েছে বলে রাজভবন সূত্রে খবর।


আরও পড়ুন:রাজ্যের সমস্ত চিটফান্ড মামলা এবার ব্যাঙ্কশাল কোর্টে
সামনেই পঞ্চায়েত ভোট। তার আগেই নতুন নির্বাচন কমিশনার পেল রাজ্য। বুধ অথবা বৃহস্পতিবারই দায়িত্ব গ্রহণ করবেন তিনি।


রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের কার্যকালের মেয়াদ শেষ হয় গতমাসেই। তার পর থেকে রাজ্যে নির্বাচন কমিশনারের পদ খালি পড়েছিল। সেই নিয়ে বার বার প্রশ্ন ওঠে। রাজ্যের তরফে নাম পাঠানো সত্ত্বেও, রাজভবনের তরফে এতদিন অনুমোদন মেলেনি। তবে এবার অপেক্ষার অবসান ঘটিয়ে রাজ্যে নির্বাচন কমিশনারের পদে বসতে চলেছেন রাজীব সিনহা।