Tuesday, August 26, 2025

প্রচন্ড গরমে শিশুদের হিট পাইরেক্সিয়া থেকে রক্ষা করতে একাধিক সাবধানতা অবলম্বন করতে বলছেন চিকিৎসকরা। প্রচন্ড রোদের মধ্যে না বেরোনো, অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায় ঘরের মধ্যে থাকতে হবে। হালকা, সহজপাচ্য খাবার ও পর্যাপ্ত জল খেতে হবে। ঢিলেঢালা ও হালকা রঙের পোশাক পরতে হবে। বাড়ির টালির বা অ্যাসবেসটাসের চাল, ছাদ গরম হয়ে গেলে জল ঢেলে ঠান্ডা করতে হবে। নইলে ঘর অতিরিক্ত গরম হয়ে গেলে শিশুদের শরীর গরম হয়ে তৎক্ষণাৎ হিট পাইরেক্সিয়া হয়ে যেতে পারে।

এই গরমে এমন লক্ষণ নিয়ে অনেক শিশুই অসুস্থ হয়ে পড়ছেন। এই প্রসঙ্গে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায় জানান, ‘এই সময় অনেক শিশুদেরই এমন সমস্যা দেখা যাচ্ছে। জ্বরের সঙ্গে সঙ্গে পাতলা পায়খানা কখনও ডিহাইড্রেশনও হয়ে যাচ্ছে। এই জন্য অভিভাবকদের সবসময় সতর্ক থাকতে হবে। শিশুদের বেশি গরমের মধ্যে রাখা যাবে না। প্রয়োজনে ২৫-২৬ ডিগ্রি এসি ও সদ্যোজাত শিশুদের ২৭ডিগ্রি এসিতে রাখা যেতে পারে। পর্যাপ্ত জল খাওয়াতে হবে। সঙ্গে হালকা খাবার দিতে হবে। এই সময় রেসপিরেটরি ভাইরাসে অনেকসময় গলায় ইনফেকশন হয়। তা থেকে রক্ষা পেতে শিশুদের ভিড় জায়গা এড়িয়ে চলতে হবে। সেইসঙ্গে অন্যান্য সাবধানতাগুলিও মেনে চলতে হবে।’ তিনি আরও জানান, ‘গরম একটু কমলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এখন স্কুল বন্ধ থাকায় শিশুদের মধ্যে এই ধরনের রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেকটাই কমে গেছে।’

আরও পড়ুন- রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য নিয়ে প্রশ্ন শুভেন্দুর, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

Related articles

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...
Exit mobile version