রেল দু.র্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য নিয়ে প্রশ্ন শুভেন্দুর, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

শুভেন্দু অধিকারীর অভিযোগ, নির্মাণ শ্রমিকদের কল্যাণ তহবিল থেকে এই টাকা দেওয়া হচ্ছে। এক খাতের টাকা অন্য খাতে ব্যয় করা হচ্ছে। পাল্টা টুইটে শুভেন্দুকে তোপ দেগেছেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ

ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসে ভয়ঙ্কর দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়েও রাজনীতি করতে ছাড়লেন না রাজ্যের বিরোধী দলনেতা তথা দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, নির্মাণ শ্রমিকদের কল্যাণ তহবিল থেকে এই টাকা দেওয়া হচ্ছে। এক খাতের টাকা অন্য খাতে ব্যয় করা হচ্ছে। পাল্টা টুইটে শুভেন্দুকে তোপ দেগেছেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কটাক্ষ, শত মৃত্যু নিয়ে শকুনের রাজনীতি করছেন বিরোধী দলনেতা।

কুণাল তাঁর টুইটে লিখেছেন, ”সব ব্যাপারেই আপনি আপনার প্রভুদের সন্তুষ্ট করেন। কিন্তু যাঁরা আপনজন হারিয়ে শোকে রয়েছেন তাঁদের পাশে দাঁড়ান ন। এই মুহূর্তে সরকারের রাজ্য অগ্রাধিকার হল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করা। রাজ্য সরকার ইতিমধ্যেই স্পষ্ট করেছেন অর্থ বিভাগ নির্দিষ্ট সময় নির্মাণ শ্রমিক কল্যাণ বোর্ডের তহবিল ফেরত দেবে। আপদকালীন পরিস্থিতিতে এই তহবিল থেকে অর্থ সাহায্য করা হচ্ছে।”

১০০ দিনের কাজের টাকা নিয়ে ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার কথা উল্লেখ করেন কুণাল। তিনি লেখেন, “বঙ্গ বিজেপির নেতারা কেন্দ্রের কাছে বাংলা মনরেগার বন্ধ করে দেওয়ার জন্য তদবির করেন। এখন দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া নিয়ে প্রশ্ন তুলে দিয়ে শত শত মানুষের মৃত্যুর রাজনীতি করার চেষ্টা করছেন তাঁরা।” পুনশ্চ লিখে তিনি আরও লিখেছেন, ”পিএম কেয়ার ফান্ডে ২,৯১৩ কোটি টাকা সরকারি তহবিল থেকে গিয়েছে। সে সব নিয়ে কী ভাবছেন বিরোধী দলনেতা?”

আরও পড়ুন- দুর্ঘ.টনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, ১০০ পড়ুয়ার লেখাপড়ার ভার নিয়েছে সরকার