Monday, December 15, 2025

জনসংযোগ যাত্রা থামিয়ে আদিবাসীদের অভাব-অভিযোগ শুনলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলে নবজোয়ার কর্মসূচি নিয়ে হুগলি (Hoogli) থেকে নদিয়ায় (Nadia) গিয়েছেন অভিষেক। বৃহস্পতিবার, নদিয়ায় যাওয়ার পথে ধাত্রীগ্রামে আদিবাসীদের সঙ্গে গাড়ি থেকে নেমে কথা বলেন তিনি। তাঁদের দাবিগুলি মন দিয়ে শোনেন। অভিষেক হাতে স্মারকলিপি তুলে দেন অন্দোলনকারীরা।

অভিষেক তাঁদের সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে রাস্তা ছেড়ে দেন আদিবাসীরা। জানান, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে তাঁরা আপ্লুত। তবে কুড়মিরা যে দাবিতে আন্দোলন করছেন তার সঙ্গে তাঁরা একমত নন বলে এদিন অভিষেককে জানান আদিবাসীরা।

দুপুর ২টো নাগাদ বলাগড়ের ক্যাম্প থেকে নদিয়ার উদ্দেশে রওনা দেন অভিষেক। যাত্রাপথে বারবার ধমকাতে হয় অভিষেকের কনভয়কে। এই প্রবল গরমেও রাস্তায় ঠায় দাঁড়িয়ে তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকেরা। এই জেলার নবদ্বীপ হয়ে সড়কপথে কৃষ্ণনগর রোড স্টেশনে পৌঁছলে অভিষেককে স্বাগত জানান সাংসদ আবির বিশ্বাস, মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জয়ন্ত সাহা-সহ জেলা তৃণমূল নেতৃত্ব। স্টেশনের মুখ থেকে কৃষ্ণনগর এক নম্বর বিডিও অফিস পর্যন্ত রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষজনের সঙ্গে জনসংযোগ সারেন অভিষেক। অনেকে তাঁদের নানা অভাব-অভিযোগ জানান। এরপর ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে বাহাদুরপুরেও জনসংযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

 

 

Related articles

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...

রেকর্ড ভিড়ের আশঙ্কায় গঙ্গাসাগরে রিস্ট ব্যান্ড! ভিআইপি সংস্কৃতিতে না মুখ্যমন্ত্রীর

এবার কুম্ভ মেলা না হওয়ায় গঙ্গাসাগর মেলায় রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে আশঙ্কা করছে রাজ্য প্রশাসন।...
Exit mobile version