Saturday, November 1, 2025

মন্দির চত্বরে কৃতিকে K.ISS ! ফের কটা.ক্ষের শি.কার ‘আদিপুরুষ’ 

Date:

হাতে আর বাকি মাত্র এক সপ্তাহ, আগামী ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ওম রাউত (Om Raut) পরিচালিত রামায়ণের গল্প ‘ আদিপুরুষ ‘ (Adipurush)। সিনেমার টিজার থেকে ট্রেলার মুক্তি -সবেতেই তৈরি হয়েছে বিতর্ক। সম্প্রতি নির্মাতাদের তরফ থেকে বলা হয়েছে এই সিনেমা যে সমস্ত প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সেখানে একটি করে আসুন হনুমানের জন্য নির্ধারিত থাকবে। এই নিয়েও ব্যঙ্গ সমালোচনার মুখে পড়েছে আদিপুরুষ( Adipurush)। তবে এবার ধর্মীয় স্থানে গিয়ে যে কাণ্ড ঘটালেন পরিচালক এবং নায়িকা তাতে ধিক্কার দিচ্ছে নেটদুনিয়া। সৌজন্য বিনিময় করার নামে মন্দির চত্বরেই নায়িকাকে চুম্বন করলেন পরিচালক (Director kissed heroine)। তিরুপতির লর্ড ভেঙ্কটেশ্বর মন্দির (Lord Venkateshwar Temple) চত্বরে কৃতিকে (Kriti Sanon) চুম্বন করার ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Soçial Media)।

বাহুবলী অভিনেতা প্রভাসের (Prabhash) ‘আদিপুরুষ’ সিনেমা ঘিরে তাঁর অনুরাগীদের মধ্যে উন্মাদনা রয়েছে। যদিও সিনেমার লুক প্রকাশ্যে আসতেই রাম, সীতা, রাবণ প্রত্যেকের চরিত্রায়ন নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে। কিন্তু এবার পরিচালক যে কান্ড ঘটালেন তাতে গর্জে উঠলেন স্বয়ং মন্দিরের পুরোহিত। সামনেই ছবি মুক্তি তাই জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রমোশনের কাজ। বুধবার ‘আদিপুরুষ’ ছবির টিম গিয়েছিলেন তিরুপতির লর্ড ভেঙ্কটেশ্বর মন্দিরে। সেই মন্দির চত্বরের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মন্দির থেকে বেরিয়ে আসার পর বিদায় জানানোর আগে ওম রাউত কৃতির গালে চুম্বন করেছিলেন। তারপরই হৈচৈ শুরু হয়।মন্দিরের প্রধান পুরোহিত বলেন, “এটি একটি নিন্দনীয় কাজ। একজন স্বামী-স্ত্রীও সেখানে একসঙ্গে যান না। আপনি হোটেলের ঘরে গিয়ে এটি করতে পারেন। আপনার আচরণ রামায়ণ ও দেবী সীতাকে অপমান করার মতো।”

টি সিরিজ ও ইউভি ক্রিয়েশনস দ্বারা প্রযোজিত এই ছবিটি ভারতীয় মহাকাব্য রামায়ণের একটি নতুন পুনরাবৃত্তি যা IMAX এবং 3D ফরম্যাটে উপস্থাপিত হতে চলেছে আগামী ১৬ তারিখ। ছবি রিলিজ হবার আগে বিতর্ক সমালোচনা এখন বলিউডের গা সওয়া হয়ে গেছে। এবার মুক্তির আগে তৈরি হওয়া এত বিতর্ক আদিপুরুষ সিনেমার জন্য কতটা মঙ্গলজনক জায়গা তৈরি করে, বা আদৌ এসবের কোনও প্রভাব দর্শকের মনে পড়ছে কিনা সেটাই দেখার।

 

Related articles

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...
Exit mobile version