Monday, August 25, 2025

হাতে আর বাকি মাত্র এক সপ্তাহ, আগামী ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ওম রাউত (Om Raut) পরিচালিত রামায়ণের গল্প ‘ আদিপুরুষ ‘ (Adipurush)। সিনেমার টিজার থেকে ট্রেলার মুক্তি -সবেতেই তৈরি হয়েছে বিতর্ক। সম্প্রতি নির্মাতাদের তরফ থেকে বলা হয়েছে এই সিনেমা যে সমস্ত প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সেখানে একটি করে আসুন হনুমানের জন্য নির্ধারিত থাকবে। এই নিয়েও ব্যঙ্গ সমালোচনার মুখে পড়েছে আদিপুরুষ( Adipurush)। তবে এবার ধর্মীয় স্থানে গিয়ে যে কাণ্ড ঘটালেন পরিচালক এবং নায়িকা তাতে ধিক্কার দিচ্ছে নেটদুনিয়া। সৌজন্য বিনিময় করার নামে মন্দির চত্বরেই নায়িকাকে চুম্বন করলেন পরিচালক (Director kissed heroine)। তিরুপতির লর্ড ভেঙ্কটেশ্বর মন্দির (Lord Venkateshwar Temple) চত্বরে কৃতিকে (Kriti Sanon) চুম্বন করার ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Soçial Media)।

বাহুবলী অভিনেতা প্রভাসের (Prabhash) ‘আদিপুরুষ’ সিনেমা ঘিরে তাঁর অনুরাগীদের মধ্যে উন্মাদনা রয়েছে। যদিও সিনেমার লুক প্রকাশ্যে আসতেই রাম, সীতা, রাবণ প্রত্যেকের চরিত্রায়ন নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে। কিন্তু এবার পরিচালক যে কান্ড ঘটালেন তাতে গর্জে উঠলেন স্বয়ং মন্দিরের পুরোহিত। সামনেই ছবি মুক্তি তাই জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রমোশনের কাজ। বুধবার ‘আদিপুরুষ’ ছবির টিম গিয়েছিলেন তিরুপতির লর্ড ভেঙ্কটেশ্বর মন্দিরে। সেই মন্দির চত্বরের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মন্দির থেকে বেরিয়ে আসার পর বিদায় জানানোর আগে ওম রাউত কৃতির গালে চুম্বন করেছিলেন। তারপরই হৈচৈ শুরু হয়।মন্দিরের প্রধান পুরোহিত বলেন, “এটি একটি নিন্দনীয় কাজ। একজন স্বামী-স্ত্রীও সেখানে একসঙ্গে যান না। আপনি হোটেলের ঘরে গিয়ে এটি করতে পারেন। আপনার আচরণ রামায়ণ ও দেবী সীতাকে অপমান করার মতো।”

টি সিরিজ ও ইউভি ক্রিয়েশনস দ্বারা প্রযোজিত এই ছবিটি ভারতীয় মহাকাব্য রামায়ণের একটি নতুন পুনরাবৃত্তি যা IMAX এবং 3D ফরম্যাটে উপস্থাপিত হতে চলেছে আগামী ১৬ তারিখ। ছবি রিলিজ হবার আগে বিতর্ক সমালোচনা এখন বলিউডের গা সওয়া হয়ে গেছে। এবার মুক্তির আগে তৈরি হওয়া এত বিতর্ক আদিপুরুষ সিনেমার জন্য কতটা মঙ্গলজনক জায়গা তৈরি করে, বা আদৌ এসবের কোনও প্রভাব দর্শকের মনে পড়ছে কিনা সেটাই দেখার।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version