Monday, November 10, 2025

ডুরান্ড কাপ শুরু হচ্ছে ৩ অগাস্ট থেকে। এক মাসের প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ সেপ্টেম্বর। বুধবার এমনটাই জানায় ডুরান্ডের আয়োজক কমিটি। এবার ১৩২তম ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতার খেলা কলকাতা, গুয়াহাটি ছাড়াও নতুন দু’টি ভেনুতে হবে। ভেনু দু’টি হল শিলং এবং অসমের কোকড়াঝড়।

সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, উত্তর-পূর্ব ভারতে ঐতিহ্যের ডুরান্ড কাপের প্রসার বাড়ানো হয়েছে। মেঘালয়কে যুক্ত করা হয়েছে। শিলংয়ের পাশাপাশি অসমের দ্বিতীয় ভেনু হিসেবে কোকড়াঝড় থাকবে। শিলং লাজংয়ের মতো দল এবার প্রথম ডুরান্ড কাপে অংশ নেবে। এ ছাড়াও আরও কিছু চমক অপেক্ষা করে থাকছে।

গত বছর থেকেই ডুরান্ড কাপকে প্রাক-মরশুম টুর্নামেন্টের মর্যাদা দেওয়া হয়েছে। এফএসডিএল-ও আইএসএলের দলগুলির বিশ্বের অন্যতম প্রাচীন এই টুর্নামেন্টে খেলা বাধ্যতামূলক করেছে।খেলছে আই লিগের দলও। গতবার সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি যুবভারতীর ফাইনালে মুম্বই সিটি এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এবার ডুরান্ডকে আরও আকর্ষণীয় করার চেষ্টায় উদ্যোক্তারা।

তিন প্রধানকে নিয়ে কলকাতা প্রিমিয়ার লিগ অবশ্য ২৫ জুন শুরু হয়ে যাচ্ছে। দু’বছর পর কলকাতা লিগে প্রত্যাবর্তন ঘটাচ্ছে মোহনবাগান। তবে দুই প্রধানের মূল লক্ষ্য আইএসএল।মোহনবাগান এবার এএফসি কাপও খেলবে। তাই কলকাতা লিগ ও ডুরান্ডে ডেভেলপমেন্ট টিম খেলাবে তারা।

আরও পড়ুন:WTC ফাইনালে টিম ইন্ডিয়ার সিলেকশন নিয়ে উঠছে প্রশ্ন, কেন বাদ অশ্বিন? জবাব দিলেন বোলিং কোচ

 

Related articles

নন্দীগ্রাম দিবসে শ্রদ্ধাজ্ঞাপন: শহিদ স্মরণ মুখ্যমন্ত্রী, অভিষেকের

আজ নন্দীগ্রাম দিবসে। এদিন নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

এবার নদিয়া, এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু বৃদ্ধের

তালিকায় নাম আছে, না নেই। গত ৪ নভেম্বর থেকে গোটা বাংলার মানুষ সেই আতঙ্কেই ভুগছেন। কী হবে ভবিষ্যৎ?...

পাঁচদিন তাপমাত্রা ২০-র নিচে, নভেম্বরেই জাঁকিয়ে শীত!

আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। ফলে ধীরে ধীরে বাতাসের জলীয় বাষ্প কমে গিয়েছে। আর তার জেরে রাজ্যে শীতের...

নিঃশ্বাস নিতে চেয়ে গ্রেফতার শিশুরাও! দিল্লিতে নজিরবিহীন ধরপাকড় অমিত শাহর পুলিশের

প্রতিদিন ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর পরিবেশের। দূষণের জেরে নিঃশ্বাস নেওয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। চোখের সমস্যা, শ্বাসের সমস্যায়...
Exit mobile version