এবার অভিষেককে তলব ইডির! বিজেপির দেউলিয়া রাজনীতির জবাব দেবে মানুষ: কুণাল

কেন্দ্রীয় এজেন্সির এমন অতিসক্রিয়তা এবার সবকিছুর সীমা ছাড়াল। এমন প্রতিহিংসা রাজনীতি নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

ফের প্রকট হল বিজেপির (BJP) দেউলিয়া রাজনীতি। মুখোশ খুলে গেল গেরুয়া শিবিরের। রাজনৈতিক ভাবে পেরে না উঠে কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে প্রতিহিংসার রাজনীতি। পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করল ইডি। আগামী ১৩ জুন মঙ্গলবার সল্টলেক সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল কেন্দ্রীয় এজেন্সি। এর আগে গত ২০ মেনিজাম প্যালেসে অভিষেককে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

 

কেন্দ্রীয় এজেন্সির এমন অতিসক্রিয়তা এবার সবকিছুর সীমা ছাড়াল। এমন প্রতিহিংসা রাজনীতি নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন ফের একবার বিজেপির মুখোশ খুলে দিল। পঞ্চায়েত ভোটের আগে অভিষেককে কেন্দ্রীয় এজেন্সিকে নিজেদের শাখা সংগঠনের মত কাজে লাগিয়ে বিজেপি প্রমাণ করে দিল তারা দেউলিয়া। ওদের পাশে লোক নেই, জন নেই, সংগঠন নেই, মানুষ নেই। তাই দেউলিয়া রাজনীতি শুরু করেছে।

কুণালের আরও সংযোজন, তৃণমূলের নব জোয়ারে ভয় পেয়েছে বিজেপি। তাই কখনও সিবিআই দিয়ে ডাকা হচ্ছে। কখনও জনসংযোগ যাত্রায় রাতের অন্ধকারে অভিষেকের কনভয়ে হামলা করা হচ্ছে। আবার মনোবল ভেঙে দিতে তাঁর স্ত্রীকে ইডি ডাকছে। এবার পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই ফের এজেন্সি দিয়ে রাজনীতি শুরু করলো বিজেপি। আবার দেখা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিজেপির এই এজেন্সি নির্ভর দেউলিয়া রাজনীতির জবাব দেবে মানুষ।

 

 

 

 

Previous articleজাতীয় পতাকার অব.মাননা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বি.রুদ্ধে এফ.আইআর
Next articleজনিকে ছেড়ে দিতে পারে মোহনবাগান :সূত্র