Tuesday, August 26, 2025

২০২৪-এ প্রধানমন্ত্রী বদল করতে হবে, তৃণমূল কর্মী -সমর্থকদের বার্তা কুণালের

Date:

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা উপলক্ষ্যে বরানগরে তাপস রায়ের উদ্যোগে সভা অনুষ্ঠিত হল। ছিলেন সৌগত রায়, ব্রাত্য বসু, মদন মিত্র, কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য প্রমুখ।

বুধবারের সভায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বালেশ্বরে তিন তিনটি ট্রেন একসঙ্গে দুর্ঘটনা। এত লোক মারা গেছেন। সবাই উদ্ধার কাজে ব্যস্ত, সবাই চাইছেন সেখানে পৌঁছতে। কিন্তু সবার পক্ষে তা সম্ভব নয়। বাংলার মুখ্যমন্ত্রী পরদিন ছুটে গিয়েছেন সবার প্রতিনিধি হয়ে। তদারকি করেছেন উদ্ধার কাজের, দেহ শনাক্তকরণের পর ফেরত পাঠানোর ব্যবস্থা করেছেন।
আসলে ট্রেন দুর্ঘটনা থেকে নজর ঘোরাতে হবে , অভিষেকের নবজোয়ার থেকে নজর ঘোরাতে হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অভিভাবকের মতো গিয়ে তদারকি করছেন সেদিক থেকে নজর ঘোরাত হবে । তাই হাল্লা চলল যুদ্ধে, তাড়াতাড়ি সিবিআই-ইডি পাঠিয়ে দাও। যাতে সারাদিন টিভিতে শুধু সিবিআই ।
এদিন কুণাল প্রশ্ন তোলেন, বাংলার মানুষ কিছু বোঝে না? বাংলার মানুষ জানে, তাদের ভরসার জায়গা একটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি পুরনো অডিও টেপ তিনি উপস্থিত সকলকে শোনান। যেখানে শুভেন্দু মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ। অথচ এখন ইডি-সিবিআইয়ের হাত থেকে বাঁচতে বিজেপির ছাতার তলায় গিয়ে জুতো পালিশের রাজনীতি করছে। ওরা বলছে লাইন দিন ২০০০ টাকার নোট বদল করতে। নোটবন্দি করেছে। আপনারা লাইন দেবেন প্রধানমন্ত্রী বদল করার জন্য। এতোটুকু মনোবল হারানোর কোনও কারণ নেই।
এদিন কটাক্ষ করে কুণাল, বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার দিন প্রধানমন্ত্রী তিন তিনবার পোশাক বদলের কথা উল্লেখ করেন।
তার স্পষ্ট কথা, ২০২৪-এ দিল্লির লালকেল্লা থেকে ভাষণ দেবেন হাওয়াই চপ্পল পরা, বাংলা তাঁতের শাড়ি পরা বাংলার ঘরের মেয়ে। ইডি-সিবিআই আসুক, যা পারে ওরা করে নিক।

 

Related articles

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...
Exit mobile version