Monday, November 10, 2025

পাইলটের সঙ্গে সমঝোতা হয়ে গিয়েছে: মরুরাজ্যে কোন্দলের মাঝেই দাবি গেহলটের

Date:

Share post:

দীর্ঘদিন ধরে চলতে থাকা কংগ্রেসের কোন্দল চরম আকার নিয়েছে মরুরাজ্যে। জল্পনা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের(Ashok Gehlot) সঙ্গে সংঘাতের জেরে এবার কংগ্রেস(Congress) ছেড়ে নতুন দল গড়বেন সচিন পাইলট(Sachin Pailot)। এহেন পরিস্থিতির মাঝেই এবার চাঞ্চল্যকর দাবি করলেন গেহলট। জানালেন, “পাইলটের সঙ্গে আমার স্থায়ী সমঝোতা হয়ে গিয়েছে।” তাঁর এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে সত্যিই সমঝোতা নাকি পাইলটকে কটাক্ষ করলেন গেহলট।

আসলে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে দীর্ঘদিন ধরেই বিবাদ চরম আকার নিয়েছে সচিন পাইলটের। বারবার দুজনকে মুখোমুখি বসিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেছে হাইকম্যান্ড। কোনও ফল হয়নি। এই পরিস্থিতিতে সুত্র মারফৎ জানা যাচ্ছিল আগামী রবিবার নিজের নতুন দল ঘোষণা করবেন পাইলট। এই পরিস্থিতিতেই গেহলটের এহেন মন্তব্য। তবে রবিবারের সমাবেশ থেকে যাতে শচীন দল গঠনের সিদ্ধান্ত ঘোষণা না করেন সেই চেষ্ঠা চালিয়ে যাচ্ছে জাতীয় কংগ্রেস। দলের আশা পাইলটকে চরম সিদ্ধান্ত নেওয়া থেকে আটকে দিতে তারা সক্ষম হবেন। সোমবার আমেরিকা সফর শেষ করে দেশে ফিরছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাই চরম সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কয়েকদিন সময় নেওয়ার জন্য সচিনের কাছে কংগ্রেসের তরফে আবেদন জানানো হয়েছে বলে জানা গিয়েছে।

কংগ্রেসের একাংশ সচিনের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখেছে। তাঁকে বলা হয়েছে তাঁর দাবিদাওয়া নিয়ে ভাবনাচিন্তা চলছে। রাহুল গান্ধী দেশে ফিরলেই কংগ্রেস সভাপতি তাঁর সঙ্গে বৈঠক করবেন। তবে পাইলটের তরফে এখনও ইতিবাচক কোনও বার্তা দেওয়া হয়নি। একান্তই যদি সচিনকে নিরস্ত করা না যায়, সেক্ষেত্রে দলের পরবর্তী পদক্ষেপ ঠিক করতে বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর গেহলটের বাসভবনে বৈঠকে বসে কংগ্রেস নেতৃত্ব। এর মধ্যেই বৃহস্পতিবার এই মন্তব্য করেন গেহলট।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...