Wednesday, November 5, 2025

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী ও সময় বৃদ্ধির দাবিতে হাইকোর্টে অধীর-শুভেন্দু

Date:

বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন(State Election Commission)। এর পরই জল্পনা শুরু হয়েছিল আদালতে যেতে পারে বিরোধীরা। জল্পনাকে সত্যি করে শুক্রবার কলকাতা হাইকোর্টের(Kolkata HighCourt) দ্বারস্থ হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। আদালতে অধীর চৌধুরীর দাবি, পঞ্চায়েত নির্বাচনে(Panchayet Election) কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক এবং অনলাইনে মনোনয়ন জমার সুযোগ দেওয়া হোক। পাশাপাশি মামলা দায়ের করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari)।

এদিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দাবি, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। পাশাপাশি মনোনয়নপত্র যাতে অনলাইনে পেশ করা যায়, সেই বন্দোবস্ত করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। পাশাপাশি BDO বা মহকুমাশাসকের কাছে মনোনয়নপত্র পেশ করতে সমস্যা হলে সেটা যেন রাজ্য নির্বাচন কমিশন বা জেলা বিচারকের কাছে পেশ করার সুযোগ মেলে, সেই আরজিও জানানো হয়েছে মামলায়। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে শুক্রবারই মামলা দায়েরের আবেদন করেছেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। এই মামলায় শুনানিতে শুক্রবার আদালতের তরফে জানানো হয়, শান্তিপূর্ণ ভোট যাতে হয় সেদিকে গুরুত্ব দিতে হবে কমিশনকে। এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার। অধীরের পাশাপাশি এই ইস্যুতে আদালতের দ্বারস্থ হতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মনোনয়ন জমার সময়সীমা যাতে বাড়ানো হয় সেই দাবিতে আদালতের দ্বারস্থ হচ্ছেন শুভেন্দু।

উল্লেখ্য, আগামী ৮ জুলাই একদফায় রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আজ অর্থাৎ শুক্রবার থেকে শুরু হয়েছে মনোনয়ন। চলবে ১৫ জুন পর্যন্ত। নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে রাজ্য পুলিশ থাকবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। এতেই ক্ষোভ বিরোধীদের। বিরোধীদের অভিযোগ প্রায় ৭৪ হাজার আসনে মনোনয়ন জমার জন্য মাত্র ৬ দিন সময় দেওয়া হয়েছে। সময়সীমা বাড়ানো হোক ও এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে করা হোক পঞ্চায়েত নির্বাচন। এপ্রসঙ্গে অবশ্য তৃণমূলের দাবি, ভোট হচ্ছে যথাসময়ই। আসলেই বিরোধীদের প্রার্থী নেই। সেকারণেই যত আপত্তি।

Related articles

SIR-এর প্রতিক্রিয়া! শিখদের স্বাগত, পাক সীমান্তে আটকে দেওয়া হল হিন্দুদের

অপারেশন সিঁদুর পরবর্তী পরিস্থিতিতে ভারত-পাক সীমান্ত দিয়ে সাধারণ মানুষের যাতায়াত এখনও স্বাভাবিক হয়নি। তারই মধ্যে গুরু নানক জয়ন্তীতে...

অস্ত্র দেখিয়ে ধর্ষণের অভিযোগ, বীরভূমে জালে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার

গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণের (Rape) অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছ বীরভূমের (Birbhum)...

দিনে দুপুরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! অসমে বাড়ছে ক্ষোভ

পথে-ঘাটে বেরোনো বিজেপি শাসিত অসমে কতটা বিপজ্জনক মেয়েদের জন্য, ফের একবার প্রমাণিত হল। রোজকার স্কুলের রুটেও নিরাপদ নয়...

মেয়ের কৃতিত্বে চোখে জল মায়ের, পছন্দের পদেই বিশ্বজয়ীকে বরণের পরিকল্পনা

রিচা ঘোষের( Richa Ghosh) সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে গোটা শিলিগুড়ি।  বিশ্বজয়ীর মেয়েতে বরণ করে নেওয়ার অপেক্ষায় গেটওয়ে অফ পাহাড়।...
Exit mobile version