Thursday, August 28, 2025

পঞ্চায়েত ভোট ঘিরে কোনও রকম অশান্তি বরদাস্ত নয়: রাজীব সিনহাকে ডেকে বার্তা রাজ্যপালের

Date:

পঞ্চায়েত ভোট ঘিরে কোনও রকম অশান্তি বরদাস্ত নয়। শনিবার, রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকে পাঠিয়ে এই বার্তা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। শনিবার, সকালে থেকে মনোনয়ন জমা দেওয়া ঘিরে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসে। এরপরেই দুপুরে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে (Rajiv Sinha) তলব করেন রাজ্যপাল।

সেই মতো দুপুর ২টো নাগাদ যান রাজীব সিনহা। প্রায় আধঘণ্টা রাজভবনে ছিলেন রাজ্য নির্বাচন কমিশনার। আড়াইটে নাগাদ রাজভবন ছাড়েন তিনি। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান, “পঞ্চায়েত নির্বাচনে কোনওরকম অশান্তি বরদাস্ত করা হবে না। নির্বাচন কমিশনারের সঙ্গে আমার কথা হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের কথা জানিয়েছি। কোনও অশান্তি বরদাস্ত করা হবে না।“

রাজভবন সূত্রে খবর, সুষ্ঠুভাবে পঞ্চায়েত ভোট করাতে পর্যাপ্ত পুলিশ রয়েছে কি না কমিশনারের থেকে তা জানতে চেয়েছেন সি ভি আনন্দ বোস। এদিকে, কেন্দ্রীয় বাহিনীর যে দাবি বিরোধীরা তুলছে, তার মোক্ষম জবাব দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ২০২১-এর নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী ছিল। কিন্তু সেই ভোটে বিজেপির দম্ভ চূর্ণ হয়েছে। বাম-কংগ্রেস শূন্যে নেমেছে। সুতরাং আধা সেনাকে দিয়ে ভোট করিয়ে তৃণমূলকে হারানো যাবে না। আর রাজ্য পুলিশ ছাড়াও রাজ্য নির্বাচন কমিশন চাইলে অন্য রাজ্য থেকেও পুলিশ আনতে পারেন। সুতরাং পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে সুবিধা করতে পারবে না বিরোধীরা।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version