খুচরো বাজারে ওষুধের দাম ঠিক করল NPPA!

NPPA জানিয়েছে গ্লিক্লা*জাইড ইআর এবং মেট*ফর্মিন হাইড্রো*ক্লোরাইড ট্যাবলেটের একটি ট্যাবলেটের সর্বোচ্চ দাম ১০টাকা ৩ পয়সা রাখা হয়েছে।

মানুষের নিত্য প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে জরুরি ক্ষেত্রে ব্যবহৃত ওষুধের দাম এবার নির্ধারণ করে দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথোরিটি (National Pharmaceutical Pricing Authority)। এই তালিকায় একদিকে যেমন ক্লোরথালিডন, সিলনিডিপিন ট্যাবলেট রয়েছে তেমনই ব্লাড প্রেসার, ডায়াবেটিসের মতো রোগের ওষুধের দামও নির্ধারণ করে দেওয়া হয়েছে। শুক্রবার একটি বিবৃতিতে NPPA-এর তরফে জানানো হয় যে আগে যে তালিকা ছিল তার সঙ্গে আরও ২৩টি অতিরিক্ত ওষুধের খুচরো মূল্যও নির্ধারণ করবে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথোরিটি।

NPPA জানিয়েছে গ্লিক্লাজাইড ইআর এবং মেটফর্মিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেটের একটি ট্যাবলেটের সর্বোচ্চ দাম ১০টাকা ৩ পয়সা রাখা হয়েছে। আবার পেনকিলার ট্রিপসিন, ব্রোমেলেন, রুটোসাইড ট্রাইহাইড্রেট এবং ডিক্লোফেনাক সোডিয়াম ট্যাবলেটের খুচরো দাম ২০ টাকা ৫১ পয়সা নির্ধারণ করা হয়েছে। ক্লোরথালিডন, সিলনিডিপিন ট্যাবলেটের একটির দাম ১৩ টাকা ১৭ পয়সা। অর্থাৎ এর থেকে বেশি দাম নেওয়া যাবে না।