শাস্ত্রীয় নৃত্য তালে ‘পায়েল’ -এর সাংস্কৃতিক অনুষ্ঠান!

বৃষ্টিমুখর সন্ধ্যায় শহরের বুকে মিশল রবীন্দ্র সংস্কৃতি আর ওড়িশা নৃত্য । সর্বানী মুখোপাধ্যায়ের (Sarbani Mukherjee) নৃত্যসংস্থা ‘পায়েল’ -এর (Payal) সাংস্কৃতিক অনুষ্ঠানে দুই রাজ্যের নৃত্যশৈলীতে মুগ্ধ কলকাতার রোটারি সদনের (Rotari Sadan) দর্শকরা। শাস্ত্রীয় নৃত্য আর লোকনৃত্যের মেলবন্ধন ঘটালো ‘পায়েল’ -এর সাংস্কৃতিক অনুষ্ঠান।

একদিকে তাপপ্রবাহ কাটিয়ে বৃষ্টি ভিজেছে শহর ফলে কিছুটা হলেও মিলেছে স্বস্তি, আর অন্যদিকে নৃত্যবিহঙ্গে সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন ঘটালেন সর্বানী মুখোপাধ্যায়। তাঁর পরিচালিত ‘চিত্রাঙ্গদা’ (Chitrangada) শুক্রবারের সাংস্কৃতিক সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল।

সর্বানী জানান, রবি ঠাকুরের সৃষ্টি নিয়ে যুগ যুগ ধরে কাজ করেছেন অনেকেই। চির নতুনের আহ্বায়ক কবিগুরু চিরকাল সব ধরণের নতুন উদ্ভাবনাকে সমর্থন করেছেন। তাই পরিচিত চিত্রাঙ্গদাকে নিজেদের সৃজনে সাজিয়েছেন শিল্পী। ‘পায়েল’-এর সাংস্কৃতিক অনুষ্ঠানে এই নৃত্য অঙ্গনের সব শিক্ষার্থী ও শিল্পীরা অংশগ্রহণ করেন। এত নিপুণতার সঙ্গে সঙ্গীতের প্রতিটি ছত্রে নৃত্য মিশেছে যে বর্ষণমুখর এই সন্ধ্যায় রোটারি সদনেও এক ভাল লাগার বারিধারা অনুভব করলেন উপস্থিত দর্শক।