Monday, August 25, 2025

এনসিপির নয়া কার্যকরী সভাপতির দায়িত্বে প্রফুল্ল প্যাটেল ও সুপ্রিয়া সুলে

Date:

এনসিপি প্রধানের দায়িত্ব ছাড়া নিয়ে একরাশ নাটকের পর ফের দায়িত্ব নিয়েছেন শরদ পাওয়ার(Sharad Pawar)। এরপর এনসিপি’এর নতুন কার্যকরী সভাপতি হিসেবে নিজ কন্যা সুপ্রিয়া সুলে(Supria Sule) ও প্রফুল্ল প্যাটেলকে(Prafulla Patel) দায়িত্ব দিলেন পাওয়ার। শনিবার ন্যাশনাল কংগ্রেস পার্টির(NCP) ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শরদ পওয়ার নিজের কন্যা তথা বারামতির সাংসদ সুপ্রিয়া সুলেকে এবং রাজ্যসভার সাংসদ প্রফুল্ল প্যাটেলকে এই পদের জন্য ঘোষণা করেন। প্রফুল্ল প্যাটেল পওয়ারের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত। এই ঘোষণার সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির গুরুত্বপূর্ণ নেতা তথা শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারও।

শনিবার দলের ২৫তম প্রতিষ্ঠা দিবসে শরদ পওয়ার ভাইপো অজিতকে পাশে নিয়েই ঘোষণা করেন, সুপ্রিয়া সুলে এবং প্রফুল্ল প্যাটেল (Prafulla Patel) কার্যকরী সভাপতি হবেন। সেই সঙ্গে সুপ্রিয়াকে মহারাষ্ট্র, হরিয়ানা, পাঞ্জাবের দায়িত্ব দেওয়া হয়েছে। লোকসভার সমন্বয়ের দায়িত্বও তাঁকেই দেওয়া হয়েছে। প্রফুল্ল প্যাটেলকেও একাধিক রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু অজিত পওয়ারকে(Ajit Pawar) কোনও দায়িত্বই দেওয়া হয়নি। আর এই ঘটনায় জল্পনা শুরু হয়েছে তবে কি ক্ষুব্ধ অজিত এবার এনসিপিতে ভাঙন ধরাবেন?

উল্লেখ্য, গত মাসে পওয়ার দলের সভাপতিত্ব থেকে পদত্যাগ করার প্রস্তাব দিয়েছিলেন। যা পার্টির মধ্যে নেতারাও মেনে নিতে পারেননি। সেই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও পওয়ারের পদত্যাগের সিদ্ধান্তে প্রতিবাদে সরব হয়েছিলেন। পওয়ারের প্রস্তাবের বিষয়ে বিবেচনা করার জন্য এনসিপি একটি প্যানেল গঠন করে। যে প্যানেল গত ৫ মে তাঁর পদত্যাগ প্রত্যাখ্যান করে। সেই সঙ্গে এনসিপি সুপ্রিমোকে দলের সভাপতি হিসাবে থাকার জন্য অনুরোধ করেছিল সেই প্যানেল।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version