Friday, August 22, 2025

প্রধানমন্ত্রীকে নিয়ে কোনও কু.কথা নয়! মোদি ‘বন্দনা’ গুজরাট হাই কোর্টের

Date:

তিনি গুজরাটের (Gujrat) বঙ্গসন্তান। আর এবার মোদি (Narendra Modi) বন্দনা শোনা গেল গুজরাট হাই কোর্টের (Gujrat High Court) বিচারপতির গলায়। প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা একেবারেই সঠিক নয়। প্রধানমন্ত্রী এবং তাঁর প্রয়াত মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করার অভিযোগে গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি। সম্প্রতি অভিযুক্তের জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানিতে এমনই মন্তব্য করল গুজরাট হাই কোর্ট। শনিবার গুজরাট হাই কোর্টের বিচারপতি নিরজার দেশাইয়ের একক বেঞ্চে উঠেছিল মোদিকে নিয়ে মন্তব্য করে গ্রেফতার হওয়া ব্যক্তির জামিনের (Bail) আবেদনের মামলা। তবে বিচারপতি সেই আবেদন খারিজ করে দিয়েছেন।

এদিন হাই কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, কারও কাউকে ভালো কিংবা খারাপ লাগতেই পারে। কিন্তু খারাপ লাগা মানে এই নয় যে, ওই ব্যক্তিকে নিয়ে আপত্তিজনক এবং খারাপ কথা বলতেই হবে। এরপর হাই কোর্ট জানায় ভারতের নাগরিক হিসেবে যে পোস্ট উনি করেছেন, তাতে সমাজে শান্তি বিঘ্নিত হয়েছে। আদালতের আরও পর্যবেক্ষণ, ধৃতের বিরুদ্ধে যে প্রমাণ মিলেছে তাতে দেখা যাচ্ছে যে, তিনি শুধু প্রধানমন্ত্রীকে নিয়েই কুকথা বলেননি, তাঁর প্রয়াত মাকেও অপমান করেছেন। পাশাপাশি সংশ্লিষ্ট ফেসবুক পেজে ধৃত ব্যক্তি অশ্লীল এবং কুৎসিত ছবি পোস্ট করেন এবং তাঁর ওই পোস্টগুলিতে ভারত বিরোধী এবং পাকিস্তান সমর্থনের ছাপ পাওয়া গিয়েছে।

পাশাপাশি গুজরাট হাই কোর্ট মনে করিয়ে দেয়, অভিযুক্তকে জামিন দেওয়া হলে তিনি আবার এই রকম কাজ যে করবেন না, তার কোনও নিশ্চয়তা নেই। তিনি আবার কোনও না কোনও ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ রকম খারাপ মন্তব্য পোস্ট করতে পারেন। তারপর অভিযোগ এলে তিনি তা ডিলিট করে দিতে পারেন। এই যুক্তি দিয়ে সংশ্লিষ্ট অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

 

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version