Sunday, December 7, 2025

কুড়মি নেতাদের সামনে রেখে পঞ্চায়েত ভোটের পালে হাওয়া টানা চেষ্টা বামেদের!

Date:

Share post:

গত বিধানসভা নির্বাচনে শূন্য। উপনির্বাচনে একজন জোট প্রার্থী জিতলেও, তিনি আবার শাসকদলে চলে গিয়েছেন। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটে হাল পানি পেতে শেষে কুড়মি-মাহাত জনজাতির উপর ভরসা করছে বামেরা (Left)। পুরুলিয়ায় (Purulia) জেলা পরিষদের ৪৫টি আসনের মধ্যে ১৮টিতেই কুড়মি-মাহাতো জনজাতির নেতাদের প্রার্থী করল বামফ্রন্ট।

আদিবাসী তালিকাভুক্ত করার দাবিতে গত কয়েকমাস যাবৎ আন্দোলন চালিয়ে যাচ্ছেন কুড়মিরা। কুড়মি জনজাতির মঞ্চকে ব্যবহার করে কোনও রাজনৈতিক প্রচার হবে না বলে আগে বলেছিলেন আন্দোলনকারীরা। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়ায় জেলা পরিষদের প্রার্থী তালিকা ঘোষণা হতেই দেখা গেল, ৪৫টি আসনের মধ্যে ১৮টিতেই কুড়মি নেতাদের প্রার্থী করেছে বামেরা। যদিও পুরুলিয়া জেলা বামফ্রন্টের আহ্বায়ক তথা CPIM-এর জেলা সম্পাদক প্রদীপ রায়ের (Pradip Ray) মতে, গত পঞ্চায়েত নির্বাচনেও তাঁদের প্রার্থী ছিলেন কুড়মি নেতারা। কিন্তু বিগত কয়েকটি নির্বাচনের প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে এত শতাংশ কুড়মি জনজাতির নেতা ছিলেন না। শুধু তাই নয়, এবার RSP বা CPI-কে কোনও আসন ছাড়া হয়নি।

জঙ্গলমহলের শান্ত পরিস্থিতিকে অযথা উত্তপ্ত করার চেষ্টা চলছে। কুড়মিদের (Kurmi) আদিবাসী তালিকাভুক্ত করার বিষয়টি কেন্দ্রের আওতাধীন। রাজ্যের তরফ থেকে তার জন্য প্রয়োজনীয় যে চিঠি পাঠানোর কথা তা এর মধ্যে দুবার পাঠানো হয়েছে। কিন্তু সেই কথায় কর্ণপাত না করে থেকে থেকে রেল-সড়ক অবরোধ করা হচ্ছে। এতদিন তা রাজনৈতিক ব্যানারে হয়নি। কিন্তু এবার বামেদের প্রার্থী তালিকা দেখে রাজনৈতিক মহলের অভিযোগ, অশান্তি জিইয়ে রেখে রাজনৈতিক ফায়দা তুলতে পিছন থেকে মদত দিচ্ছে বামেরা।

 

spot_img

Related articles

বিয়ে বাতিলে কঠোর সিদ্ধান্তই নিলেন, পলাশের সঙ্গে সম্পর্কে ইতি স্মৃতির

পলাশ মুচ্ছলের সঙ্গে   বিয়ে বাতিল করে দিলেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। গত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা চলছিল তাঁর...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৭ ডিসেম্বর (রবিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

খিদিরপুর থেকে ম্যারাথন: দৌড়লেন মেয়র, পুলিশ কমিশনার

স্বাস্থ্যই সম্পদ, শরীর ঠিক থাকলে সব ঠিক থাকবে, রবিবার সকালে ম্যারাথনে দৌড়ের মাঝেই জানিয়ে দিলেন কলকাতার মেয়র তথা...

হনুমান-ধ্বজা উড়িয়ে গীতাপাঠ! বিজেপি নেতাদের উপস্থিতিতে গুলিয়ে গেল রাম-কৃষ্ণ

হিন্দু ধর্মের ধর্মগুরু, যোগগুরু, আধ্যাত্মিক গুরুদের উপস্থিতিতে রবিবার শীতের সকালে গীতাপাঠের আয়োজন করা হয়। তবে মাঠের ছবি দেখে...