আইসিসি টুর্নামেন্টে ফের ব্যর্থ টিম ইন্ডিয়া, WTC ফাইনালে লজ্জার হার ভারতের

ফাইনালে অজিদের কাছে ২০৯ রানে হারল রোহিত শর্মারা। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হল ২৩৪ রানে। দ্বিতীয় ইনিংসে ভারতের সর্বোচ্চ রান বিরাট কোহলির। ৪৯ রান করেন তিনি।

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ চ‍‍্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ব‍্যাটিং ব‍্যর্থতা, WTC ফাইনালে লজ্জার হার ভারতের। ফাইনালে অজিদের কাছে ২০৯ রানে হারল রোহিত শর্মারা। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হল ২৩৪ রানে। দ্বিতীয় ইনিংসে ভারতের সর্বোচ্চ রান বিরাট কোহলির। ৪৯ রান করেন তিনি।

আবারও আইসিসি টুর্নামেন্টে ব্যর্থ হল টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের শেষদিন ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল ভারতীয় দল। ১৬৪ রানে ৩ উইকেট হারিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল টিম ইন্ডিয়া। পঞ্চম দিনের খেলাও দারুনভাবেই শুরু করেছিলেন বিরাট কোহলি ও অজিঙ্কে রাহানেরা। তবে স্কট বোল্যান্ডের অফস্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে খোঁচা দিয়ে বসেন বিরাট। স্লিপে দারুণ ক্যাচ ধরেন স্টিভ স্মিথ। ৪৯ রান করে বিরাট কোহলি আউট হতেই সমস্যায় পড়ে ভারতীয় দল।

বিরাটের আউটের পর তাসের ঘরের মতন ভেঙে পরে ভারতের উইকেট। কোহলির পর আউট হন রবীন্দ্র জাদেজাও। শূন‍্য রান করেন তিনি। একই ওভারে দুই উইকেট হারিয়ে ম্যাচ জেতার আশা প্রায় শেষ হয়ে যায় ভারতীয় দলের। শেষ অবধি খারাপ শট খেলে অজিঙ্কে রাহানে মিশেল স্টার্কের বলে আউট হওয়ার পর দেওয়াল লিখন প্রায় স্পষ্ট হয়ে ওঠে। ৪৬ রান করে খোঁচা মেরে আউট হন প্রথম ইনিংসে ৮৯ রান করা রাহানে।

শ্রীকর ভরত কিছুটা চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। মাত্র ২৩ রানে আউট হন তিনি। ১৩ রানে অপরাজিত মহম্মদ শামি। বিরাট রান তাড়া করতে নামলে বড় পার্টনারশিপ গড়ে তোলা খুবই জরুরী। আর সেটাই করে উঠতে পারলেন না ভারতের ব্যাটাররা। শুধু তাই নয়, দারুণ বোলিং করলেন অস্ট্রেলিয়ার বোলাররা। অজিদের হয়ে চার উইকেট নাথান লিওনের। তিন উইকেট স্কট বোল্যান্ডের। দুটি উইকেট স্টার্কের। একটি উইকেট প‍্যাট কামিন্সের।

আরও পড়ুন:ব্রিজভূষণের বিরুদ্ধে হেন.স্থার প্রমাণ দিতে অভিযোগকারীদেরই অডিও-ভিডিও জমা দিতে বলল দিল্লি পুলিশ!

 

 

 

Previous articleবিতর্ককে পাত্তা না দিয়ে ২০২৪-এ ভোটে লড়ার ঘোষণা ব্রিজভূষণের
Next article Hoogly: পারিবারিক অ.শান্তির জের! আত্মহ.ত্যার চেষ্টা করেও মিলল না মুক্তি