উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, ছুটির দিনে ভিজবে কলকাতা?

পূর্বাভাসমত কেরলে ঢুকেছে বর্ষা। ইতিমধ্যেই অসম ও সিকিমেও একাংশেও শুরু হয়েছে বর্ষা। তবে এখনও দক্ষিণবঙ্গে বর্ষার দেখা মেলেনি।কবে মিলবে বৃষ্টির দেখা? সকলেরই একটাই প্রশ্ন।

আরও পড়ুন:খড়গ্রামে কংগ্রেস কর্মী খু.নে গ্রে.ফতার আরও ১, ঘোলা জলে মাছ ধরছে কংগ্রেস
রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। তবে কী বর্ষার আগমন ঘটবে? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। পাশাপাশি, বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। এরপর তিনদিন ফের বাড়বে তাপমাত্রা, পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তি। কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। সব মিলিয়ে আজ, রবিবার থেকে ফের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে।
অন্যদিকে, তাপপ্রবাহ চলবে পশ্চিমের জেলাগুলিতে। মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এ। বাকি জেলাতেও অস্বস্তিকর গরম বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ কোথাও বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে মঙ্গলবার পর্যন্ত।


কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং আর্দ্রতাজনিত অস্বস্তি– দুইই থাকবে। আগামী মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। রবি ও সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে।
দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেশি থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টি হবে। আজ, রবিবার ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার ও কোচবিহারে। আগামীকালও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে একাধিক জেলায়। প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার বেশ কিছু এলাকায়। দার্জিলিং ও কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে।