Wednesday, August 27, 2025

মদ্যপান করা মানুষের সংখ্যা নেহত কম নয়। মদ্যপান করা মানুষের মধ্যে একটি কথা চালু রয়েছে, কম পরিমাণে মদ্যপান করলে তেমন কোনও সমস্যা হওয়ার কথা নয়। যদিও নতুন একটি গবেষণা এই বিষয়ে দিয়েছে একদম নতুন একটি তথ্য।

সাম্প্রতিক এক গবেষণায় দাবি করা হয়েছে, প্রতি বছর বিশ্বে প্রায় ৩০ লক্ষ মানুষের মৃত্যুর জন্য দায়ী অ্যালকোহল।অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং চিনের পিকিং এর গবেষকরা ১২ বছর ধরে চিনের শহর ও গ্রামীণ এলাকার ৫১২,০০০ প্রাপ্তবয়স্কদের মধ্যে বিষয়টি নিয়ে গবেষণা চালিয়েছেন। দেখা গিয়েছে অ্যালকোহলের প্রভাবে ২০০ টিরও বেশি রোগ হওয়ার সম্ভাবনা। কিংবা অন্য কোনও অসুখ থাকলে , তা আরও খারাপ হতে পারে।

নেচার মেডিসিনে প্রকাশিত গবেষণাপত্রে  দেখা যাচ্ছে যে, পুরুষদের মধ্যে ৬১ টি রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় অ্যালকোহল সেবন। স্যাম্পলের মধ্যে মাত্র ২ শতাংশ ছিলেন মহিলা, যাঁরা নিয়মিত অ্যালকোহল পান করেন।বাকি সকলেই পুরুষ।

এই ৬১ টি রোগের মধ্যে ২৮টি রোগকে আগেই  বিশ্ব স্বাস্থ্য সংস্থা অতিরিক্ত অ্যালকোহল পানের সঙ্গে সংযুক্ত করেছিল।কী কী আছে সেই তালিকায়? সিরোসিস অফ লিভার, স্ট্রোক,  নানারকম পাচনতন্ত্রের ক্যান্সার। এছাড়া এই গবেষণায় পাওয়া গিয়েছে আরও ৩৩ টি রোগের নাম।এই  রোগগুলিও অ্যালকোহল পানের সঙ্গে বাড়ে বলে দাবি করছেন গবেষকরা। যেমন – বাত, ছানি, হাড় ভাঙা, গ্যাস্ট্রিক আলসার ইত্যাদি।

গবেষণায় দেখা গিয়েছে অ্যালকোহল সেবন থেকে হওয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে প্রতিবছর ১১ লক্ষেরও বেশি মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়। সবচেয়ে বড় কথা্, বেশি অ্যালকোহল পানের ফলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে। কিন্তু ইস্কেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে ঝুঁকি বাড়ে বলে কোনও সঙ্কেত পাওয়া যায়নি এই গবেষণায়। অল্প মদ্যপান করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে বলে যাঁরা দাবি করেন, সেই যুক্তির পক্ষেও কোনও প্রমাণ পাওয়া যায়নি।

 

Related articles

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...
Exit mobile version