Wednesday, August 27, 2025

পঞ্চায়েত ভোট নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আজ নজর হাইকোর্টে

Date:

আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে কিছু মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট আজ, সোমবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। রাজ্য নির্বাচন কমিশনের তরফে আগামী ৮ জুলাই একদফায় পঞ্চায়েত ভোটের দিনক্ষণ স্থির করা হয়েছে। মনোনয়ন জমার শেষ তারিখ ১৫ জুন। সেই নির্ঘণ্ট কি অপরিবর্তিত থাকছে? নাকি গোটা চিত্রনাট্যে বদল আসতে চলেছে? এই সব প্রশ্নের উত্তর জানা যাবে আজ, সোমবার। সবমিলিয়ে পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক মোট পাঁচ দফা দাবিতে দায়ের হওয়া মামলায় হাইকোর্ট আজ কী সিদ্ধান্ত জানায়, সেদিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:“বিরোধী দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিন”, বীরভূমে মাইকিং করছেন তৃণমূল বিধায়ক!

একাধিক মামলার ভিত্তিতে প্রাথমিকভাবে আপত্তি তুলেছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ। স্বচ্ছতার স্বার্থে গোটা নির্বাচনী প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা নিয়েও কমিশনের মতামত জানতে চেয়েছে তারা। পাশাপাশি, এই ভোটে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে রাজ্যকে মতামত জানাতে বলেছে আদালত। সিভিক ভলান্টিয়ার এবং চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে কতটা ব্যবহার করা যাবে বা আদৌ যাবে কি না, সেসব বিষয়েও আদালত আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।


মূলত আদালতে মামলার ভিত্তিতে নজর যেদিকে থাকবে তা হল, ভোটের দিনক্ষণ অপরিবর্তিত রেখে মনোনয়ন দাখিলার সময় বৃদ্ধি। নাকি ভোটের দিন পরিবর্তন? অনলাইনেও কি করা যাবে মনোনয়ন দাখিল? ভোট নিরাপত্তায় শুধুমাত্র রাজ্য পুলিশ নাকি ভিনরাজ্য ও কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার?
ভোট নিরাপত্তার কাজে সিভিক ভলান্টিয়ার এবং অন্যান্য কাজে চুক্তিভিত্তিক কর্মীদের ব্যবহার?

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version