Tuesday, November 11, 2025

রাজনৈতিক সৌহার্দ্য: মনোনয়ন পর্বে বিরোধী প্রার্থীদের গোলাপ-জল তৃণমূলের

Date:

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শুরু হওয়ার পর থেকে শাসকদলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলছে বিরোধীরা। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। আর তার প্রমাণও মেলেছে সোমবার পশ্চিম বর্ধমানের সালানপুরে (Salanpure)। মনোনয় জমা দিতে যাওয়া বিরোধীদের সেখানে গোলাপ ফুল দিয়ে স্বাগত জানালেন শাসকদলের কর্মী-সমর্থকরা। চা-জল দিয়ে আপ্যায়নও করা হয়।

মনোনয়নের প্রথম দিন থেকেই বিভিন্ন জায়গায় অশান্তির খবর মিলছে। অভিযোগের আঙুল শাসকদলের বিরুদ্ধে তুলছে বিরোধীরা। যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও অশান্তিতে তাঁদের দল জড়িত না। দলীয় কর্মী-সমর্থকদের প্ররোচনায় পা না দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে এদিন সালানপুর ব্লকে মনোনয়ন কেন্দ্রের বাইরে অন্য ছবি। সকালে থেকেই সেখানে জড়ো হন তৃণমূল কর্মীরা। CPIM, Congress, BJP প্রার্থীরা মনোনয়ন জমা দিতে এলে, তাঁদের হাতে গোলাপ ফুল দিয়ে স্বাগত জানানো হয়। গরমে ঘেমে আসা প্রার্থীদের হাতে দেওয়া হয় জলের বোতল। চা-ও খাওয়ানো তৃণমূলের তরফ থেকে।

বারাবনির ব্লক তৃণমূলের সহ-সভাপতি ভোলা সিং বলেন, তাঁদের ব্লকে কোনও গোলমাল চান না তাঁরা। শান্তিপূর্ণ নির্বাচন হোক। সবাই যেন মনোনয়ন জমা দিতে পারেন সেদিকেই লক্ষ্য তাঁদের। অশান্তি নয়, উন্নয়নের খতিয়ান সামনে রেখে ভোট করতে তৎপর তাঁরা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিরোধীরাও। এরকম পরিবেশ থাকলে কোথাও কোনও অশান্তি হবে না।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version