Wednesday, November 12, 2025

রবিবার রাতে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে গোটা কলকাতা সহ দক্ষিণবঙ্গ। সোমের সকাল থেকেও মুখভার আকাশের।ঘড়ির কাঁটায় দশটা বাড়লেও সূর্যের দেখা মেলেনি।হাওয়া অফিস সূত্রে খবর, রবির পর সোমেও বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখনই গরম থেকে রেহাই নয় । সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার বিক্ষিপ্ত এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বিক্ষিপ্ত অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন:পঞ্চায়েত ভোট নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আজ নজর হাইকোর্টে
পূর্ব উত্তরপ্রদেশ থেকে ওড়িশা পর্যন্ত যে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে তার জেরে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গেও। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলার বিক্ষিপ্ত এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।


কিন্তু আগামী ২৪ ঘণ্টায় উত্তাপের শিকার হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার বিক্ষিপ্ত এলাকায় তাপপ্রবাহের কারণে জারি করা হয়েছে কমলা সতর্কতাও। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হতে পারে।

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version