Thursday, November 6, 2025

বেলা গড়াতেই শহরে স্বস্তির বৃষ্টি, দমকা হাওয়ায় রাজ্যে বর্ষার আগমনী সুর  

Date:

রবিবারও দিনভর ভ্যাপসা গরমে নাজেহাল হতে হয়েছে রাজ্যবাসীকে। কিন্তু, সোমবার সকাল থেকেই বদলে যায় শহরের আবহাওয়া (Weather)। তবে দুপুরের দিকে রোদের তেজ থাকলেও বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে কালো মেঘে ঢেকে যায় তিলোত্তমার আকাশ। সঙ্গে শুরু হয় ঝোড়ো হাওয়া। পরে নামে দু’এক পশলা বৃষ্টি (Rain)। তবে সন্ধের আগে কিছুক্ষণের বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে বঙ্গবাসী।

আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, সোমবার উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা। পাশাপাশি ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয় কলকাতাতেও (Kolkata)। তবে এদিন সকাল থেকেই কলকাতায় আকাশের মুখভার। একাধিক জায়গায় বৃষ্টির পাশাপাশি বইতে শুরু শুরু করে ঝোড়ো হাওয়া। ফলে এদিন সকাল থেকেই তাপমাত্রায় পরিবর্তন লক্ষ করা গিয়েছে। গত শুক্রবার বৃষ্টি হলেও তাপমাত্রায় কোনওরকম ফারাক দেখা যায়নি। তবে এবার বর্ষার আগমণ বার্তার সঙ্গেই কলকাতাতেও তাপমাত্রা নিম্নমুখী। তবে সোমবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বর্ষা প্রবেশ করেছে। উত্তরবঙ্গের (North Bengal) ওপরের পাঁচটি জেলায় আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের কিছু জায়গায় ভূমিধসেরও সতর্কতা ঘোষণা করেছে হাওয়া অফিস। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সর্তকতা থাকছে এবং উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে সোম এবং মঙ্গলবার অর্থাৎ আগামী ২৪ ঘণ্টায় বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে সোমবার থেকেই রাজ্যে প্রবেশ করেছে মৌসুমী বায়ু।

পাশাপাশি উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা নিম্নচাপরূপে আগামী ৪৮ ঘণ্টায় বাংলাদেশে প্রবেশ করবে। এর জেরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে এখনই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করছে না। ধীরে ধীরে দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা। মৌসম ভবন জানাচ্ছে, আগামী ১৫ জুন এটি পাকিস্তানের করাচি এবং গুজরাটের মধ্যেবর্তী মান্ডবি উপকূলে আছড়ে পড়বে। এর প্রভাবে ব্যাপক ঝড়-বৃষ্টি হবে গুজরাট, কেরালা, মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশে। ইতিমধ্যেই মুম্বই শহরে প্রবল ঝড় শুরু হয়েছে।

 

 

 

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version