Saturday, May 3, 2025

বাংলায় হা.ম ও রু.বেলার টিকাকরণ সফল! টুইটে স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ মমতার

Date:

স্বাস্থ্য পরিষেবায় এগিয়ে বাংলা। ইউনিসেফ (UNICEF)-এর গাইডলাইন মেনে রাজ্যে জানুয়ারি মাস থেকে শুরু হয়েছিল ‘এম আর’ টিকাকরণ কর্মসূচি (‘MR’ vaccination)। আর তাতেই এসেছে সাফল্য। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)এই বিষয়ে টুইট করে রাজ্যের সকল স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, বাংলায় ২ কোটি ২৩ লক্ষ শিশুকে হাম ও রুবেলার (Measles Rubella Vaccination)টিকা দেওয়া হয়েছে। চলতি বছরের ৯ জানুয়ারি থেকে টিকাকরণ শুরু হয়েছিল যা শেষ হয় à§©à§§ মার্চ ২০২৩-এ। এর মধ্যে বাংলার ৯৩ শতাংশের বেশি শিশু টিকা পেয়েছে। ১০ দিনের মধ্যে à§§ কোটি শিশুর টিকাকরণ হয়, এক মাসে প্রায় ২ কোটি। ৪০ দিনের মধ্যে ৯৫ শতাংশ বাচ্চাকে দুটি টিকাই দেওয়া সম্ভব হয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

হাম এবং রুবেলার মতো রোগ থেকে শিশু কিশোরদের বড় সমস্যা তৈরি হতে পারে বলে জানান চিকিৎসকেরা। হামের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে কমে যায়। বিষয়টিকে গুরুত্ব না দিলে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস থেকে শুরু করে পেটের গোলমাল পর্যন্ত দেখা দিতে পারে। এটা আসলে ভাইরাস ঘটিত রোগ। হামের মতোই রুবেলার সংক্রমণ হয় ভাইরাস থেকে। গর্ভাবস্থার প্রথম দিকে রুবেলার সংক্রমণ হলে গর্ভস্থ শিশুর জিনগত বিকৃতি পর্যন্ত হতে পারে। তাই টিকা দিয়েই এই রোগগুলিকে প্রতিরোধ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে রাজ্যের স্বাস্থ্যভবন।

মুখ্যমন্ত্রী টুইটে জানিয়েছেন আগামিকাল অর্থাৎ বুধবার বাংলার সফল প্রচারাভিযানের একটি কেস স্টাডি নয়াদিল্লিতে আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)এবং ইউনিসেফের (UNICEF)সদর দফতর থেকে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে উপস্থাপন করা হবে ৷

 

Related articles

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...
Exit mobile version