Tuesday, August 26, 2025

বাংলায় হা.ম ও রু.বেলার টিকাকরণ সফল! টুইটে স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ মমতার

Date:

স্বাস্থ্য পরিষেবায় এগিয়ে বাংলা। ইউনিসেফ (UNICEF)-এর গাইডলাইন মেনে রাজ্যে জানুয়ারি মাস থেকে শুরু হয়েছিল ‘এম আর’ টিকাকরণ কর্মসূচি (‘MR’ vaccination)। আর তাতেই এসেছে সাফল্য। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)এই বিষয়ে টুইট করে রাজ্যের সকল স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, বাংলায় ২ কোটি ২৩ লক্ষ শিশুকে হাম ও রুবেলার (Measles Rubella Vaccination)টিকা দেওয়া হয়েছে। চলতি বছরের ৯ জানুয়ারি থেকে টিকাকরণ শুরু হয়েছিল যা শেষ হয় ৩১ মার্চ ২০২৩-এ। এর মধ্যে বাংলার ৯৩ শতাংশের বেশি শিশু টিকা পেয়েছে। ১০ দিনের মধ্যে ১ কোটি শিশুর টিকাকরণ হয়, এক মাসে প্রায় ২ কোটি। ৪০ দিনের মধ্যে ৯৫ শতাংশ বাচ্চাকে দুটি টিকাই দেওয়া সম্ভব হয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

হাম এবং রুবেলার মতো রোগ থেকে শিশু কিশোরদের বড় সমস্যা তৈরি হতে পারে বলে জানান চিকিৎসকেরা। হামের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে কমে যায়। বিষয়টিকে গুরুত্ব না দিলে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস থেকে শুরু করে পেটের গোলমাল পর্যন্ত দেখা দিতে পারে। এটা আসলে ভাইরাস ঘটিত রোগ। হামের মতোই রুবেলার সংক্রমণ হয় ভাইরাস থেকে। গর্ভাবস্থার প্রথম দিকে রুবেলার সংক্রমণ হলে গর্ভস্থ শিশুর জিনগত বিকৃতি পর্যন্ত হতে পারে। তাই টিকা দিয়েই এই রোগগুলিকে প্রতিরোধ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে রাজ্যের স্বাস্থ্যভবন।

মুখ্যমন্ত্রী টুইটে জানিয়েছেন আগামিকাল অর্থাৎ বুধবার বাংলার সফল প্রচারাভিযানের একটি কেস স্টাডি নয়াদিল্লিতে আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)এবং ইউনিসেফের (UNICEF)সদর দফতর থেকে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে উপস্থাপন করা হবে ৷

 

Related articles

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...
Exit mobile version