Sunday, May 4, 2025

আগামী মরশুম থেকে রেশনের খাদ্যশস্য বিলির ধাঁচে আঙুলের ছাপ মিলিয়ে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু হবে। রাজ্যের খাদ্য দফতর সূত্রে একথা জানা গিয়েছে। ইতিমধ্যেই রাজ্যে আধার তথ্য যাচাই করে ধান সংগ্রহের কাজ শুরু হয়েছে। তার পরের ধাপ হিসেবে আগামী নভেম্বর মাস থেকে ই পস যন্ত্রে আঙুলের ছাপ দিয়ে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান সংগ্রহ করা শুরু হচ্ছে। রাজ্যে মূলত নভেম্বর থেকে অগাস্ট মাস পর্যন্ত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের কাজ চলে। তবে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এই কাজের গতি থাকে সব থেকে বেশি।

উল্লেখ্য, চলতি মরশুমে রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে ৫৫ লক্ষ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে। যার মধ্যে ৫০ লক্ষ মেট্রিকটন ধান সংগ্রহের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। ধান সংগ্রহের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে একাধিক নতুন প্রযুক্তির সংযোজন ঘটছে এই ক্রয় পদ্ধতিতে। এবার চাষিদের আধার কার্ড বায়োমেট্রিক পদ্ধতিতে যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজে আঙুলের ছাপ স্ক্যান করার যন্ত্র ধানক্রয় কেন্দ্রগুলিতে রাখার নির্দেশ দিয়েছে খাদ্য দফতর। দফতরের নিজস্ব স্থায়ী কেন্দ্র ছাড়াও একাধিক অস্থায়ী শিবির খুলে ধান কেনা হয়। এবার থেকে স্থায়ী শিবিরের পাশাপাশি, অস্থায়ী কেন্দ্রগুলিতেও এই প্রযুক্তি রাখতে হবে বলে খাদ্য দফতর থেকে জেলা আধিকারিকদের কাছে নির্দেশ পাঠানো হয়েছে। সেই নির্দেশ মেনে অধিকাংশ ক্রয় কেন্দ্রে ওই প্রযুক্তি বসানো হয়েছে। ফলে পরবর্তী মরশুম থেকেই সার্বিক ভাবে আঙুলের ছাপ যাচাই করে ধান সংগ্রহের কাজ শুরু হবে।

আরও পড়ুন- ফের ২৭ জুন পর্যন্ত পার্থসহ সাতজনের জে*ল হে*ফাজত

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version