Saturday, January 17, 2026

ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হারের কারণ ব্যাখ্যা বোর্ড সভাপতি রজার বিনির

Date:

Share post:

টানা দু-বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েও খালি হাতেই ফিরতে হয়েছে ভারতকে।প্রথম সংস্করণে নিউজিল্যান্ডের কাছে হার, এ বার অস্ট্রেলিয়ার কাছে। ওভালে ২০৯ রানের বড় ব্যবধানে হার ভারতের। টস জিতে ফিল্ডিং, রবিচন্দ্রন অশ্বিনকে না খেলানো, ব্যাটিং ব্যর্থতা নিয়ে অনেক প্রাক্তন ক্রিকেটারই মুখ খুলেছেন।আসলে দু-মাস আইপিএল খেলার পর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতিতে হাতে খুবই কম সময় ছিল। প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় ছিল না এমনটা স্বীকার করে নেন হেড কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মাও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হার নিয়ে এ বার মুখ খুললেন বোর্ড সভাপতি তথা ১৯৮৩ সালের বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য রজার বিনি।

তানা বলেছেন, প্রথম ইনিংসে ৪৬৯ রানের বিশাল স্কোর গড়ে অস্ট্রেলিয়া। ম্যাচে ফিরতে ভারতীয় দলকে ভালো ব্যাটিং করতে হত। যদিও ফ্লপ টপ অর্ডার। শুভমন গিল, চেতেশ্বর পূজারা জাজমেন্ট দিয়ে বোল্ড হন। দুই ইনিংসেই পূজাররা আউটের ধরন অবাক করার মতোই। দলের সিনিয়র প্লেয়ার, একশোর বেশি টেস্ট খেলার অভিজ্ঞতা, আইপিএলেও ছিলেন না। কাউন্টি ক্রিকেটে প্রস্তুতি সেরেছেন পূজারা। কোনও প্রস্তুতিই কাজে লাগেনি, তা বেশ বোঝা গিয়েছে।

বোর্ড সভাপতি রজার বিনি বলেন, ‘আমরা কার্যত প্রথম দিনই ম্যাচ হেরেছি। ম্যাচের টার্নিং পয়েন্ট ট্রাভিস হেড ও স্টিভ স্মিথের জুটি। এই পার্টনারশিপটা বাদ দিলে সমানে সমানে লড়াই হয়েছে। তবে পঞ্চম দিন আমরা কিছুটা আশা জুগিয়েছিলাম। তবে ২০০ প্লাস পার্টনারশিপটাই পুরো পরিস্থিতি পাল্টে দিয়েছিল।’প্রথম দিনের শেষ সেশনে দাপট দেখান স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড। চতুর্থ উইকেটে ২৮৫ রানের জুটি গড়েন তাঁরা। এই জুটিই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছেন বলে মত বোর্ড প্রেসিডেন্টের।

spot_img

Related articles

বিচার পেতে উত্তর থেকে কলকাতা আর নয়: শনিতে মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন সার্কিট বেঞ্চের

ভারতীয় রেলের পরিষেবা যে আর সাধারণ মানুষের নাগালের মধ্যে বিজেপি জমানায় থাকবে না, তার অন্যতম উদাহরণ বন্দে ভারত...

অ্যাকাডেমির মক্কা দর্শন থেকে টলিউড পরিচালকরা: অকপট ‘নাটককার’ ব্রাত্য

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার আলোড়ন ফেলা গুরুত্বপূর্ণ কিছু নাটক তাঁর হাত থেকেই উঠে এসেছে। রাজ্যের মন্ত্রিত্ব সামলানোর পাশাপাশি...

রাজ্যের সিলিকন ভ্যালিতে জমি গ্রহণ ৪১ সংস্থার: ASSOCHAM-এ দাবি সচিব শুভাঞ্জনের

শিল্পের উপযুক্ত পরিকাঠামো তৈরি করে বাংলাকে শিল্পদ্যোগীদের গন্তব্যে পরিণত করার দিকে প্রতিদিন নতুন নতুন ধাপ ফেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

মোদির সফরের আগেই মালদহে SIR-মৃত্যু: শুনানি আতঙ্কে মৃত আরও ২

চলতি এসআইআর প্রক্রিয়া রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে অনেক বেশি আদিবাসী বা মতুয়া রাজবংশী সম্প্রদায়ের মানুষকে অনিশ্চয়তার মুখে ঠেলে...