তদ.ন্তে অস.ন্তুষ্ট, কুন্তল মামলায় ED-CBI-কে তুলোধনা অমৃতা সিনহার

একদিকে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলা ও কুন্তল ঘোষের চিঠির মামলা- কিন্তু দুই ক্ষেত্রেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অগ্রগতি কই? আদালতে (Calcutta High Court) ঠিক এই প্রশ্নই করলেন বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha)। এদিন রিপোর্ট জমা দিয়েছে CBI। কিন্তু কুন্তল মামলায় তদন্তে অগ্রগতি নিয়ে এজলাসেই অসন্তোষ প্রকাশ করে বিচারপতির প্রশ্ন জেলের বাইরে কি CCTV বসেছে? কুন্তল ঘোষের (Kuntal Ghosh)সঙ্গে কারা দেখা করতে আসছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব অভিযুক্ত কিছু স্বীকার করতে চায় না। কতদিন সময় লাগবে সত্য সামনে আনতে?”

পাশাপাশি আরেক তদন্তকারী সংস্থা ED-কে এদিন বিচারপতি বলেন, “আপনার অফিসাররা কি এই কাজে যথেষ্ট দক্ষ? গত সপ্তাহে ED-র রিপোর্টে একেবারেই খুশি হয়নি।” বুধবার প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয় কুন্তল ঘোষের চলাফেরার উপর নজরদারি চালাতে হবে। সেলের বাইরে CCTV ফুটেজ সংরক্ষণ করতে হবে। সংশোধনাগারের যে ফুটেজ রয়েছে আগামী ২০ জুলাই তা হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়।

 

Previous articleজয়নগরে নবজোয়ার কর্মসূচির ফাঁকে র.ক্ত দিয়ে মানুষের মন জয় অভিষেকের
Next articleকথা রাখলেন অভিষেক, পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থী কেশপুরের মঞ্চে ওঠা হসিনুদ্দিন-মঞ্জু!