Monday, August 25, 2025

পঞ্চায়েত নির্বাচনের আগে বড় পদক্ষেপ! রাজ্যের অতিরিক্ত নির্বাচন কমিশনারের দায়িত্বে সঞ্জয় বনশল

Date:

আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) দিন ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। ইতিমধ্যে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে রাজ্যের একাধিক জেলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পুলিশকে। আর এমন আবহে বড় সিদ্ধান্ত নিল রাজ্য। বুধবার রাজ্য নির্বাচন কমিশনের অতিরিক্ত কমিশনার হিসাবে নয়া দায়িত্ব পেলেন আইএএস সঞ্জয় বনশল (Sanjay Banshal)। সূত্রের খবর, কমিশনার রাজীব সিনহাকে (Rajib Sinha) সাহায্য করার জন্যই তাঁকে অতিরিক্ত কমিশনার (Additional Commissioner) হিসেবে নিয়োগ করা হয়েছে। জানা গিয়েছে, বুধবার থেকেই দায়িত্বগ্রহণ করেছেন তিনি।

কয়েকদিন আগেই রাজ্যের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন রাজীব সিনহা। দায়িত্ব নেওয়ার পরেই তিনি রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছেন। এর মধ্যেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে একের পর এক মামলাও চলছে হাই কোর্টে। রয়েছে ভোটের নিরাপত্তা নিশ্চিত করার কাজও। সব মিলিয়ে আগামী কয়েকদিন নির্বাচন কমিশনের কাজের চাপ যে অনেকটাই বাড়বে তা দিনের আলোর মতো পরিষ্কার। আর এমন আবহে সঞ্জয় বনশল সেই সমস্ত কাজে রাজীব সিনহাকে সাহায্য করবেন। আর সেকারণেই তাঁকে নতুন দায়িত্বে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে আইএএস কর্তা সঞ্জয় এর আগে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের সচিব পদের দায়িত্ব সামলেছেন। তবে এবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন পরিচালনার কাজে নবনিযুক্ত নির্বাচন কমিশনার রাজীবকে সাহায্যে করবেন তিনি। মূলত পঞ্চায়েত নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে তাকিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে রাজ্য। আর সেদিকে তাকিয়ে এমন সিদ্ধান্ত বেশ গুরুত্বপূর্ণ বলেই মত অভিজ্ঞ মহলের।

 

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version