স্ত্রী, কন্যাকে খুন করে দেহ কুচিয়ে নর্দমায় ফেলল বাবা। নৃশংস এই ঘটনাটি ঘটেছে মোদি রাজ্য গুজরাটে(Gujrat)। যদিও অভিযুক্ত ওই বাবাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ(Police)। জানা গিয়েছে ক্রাইম সিরিজ দেখেই স্ত্রী ও কন্যাকে হত্যার ছক কষে অভিযুক্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম যোগেশ মেহতা(Jogesh Mehta)। স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে ছিল তাঁর সংসার। তবে স্ত্রীর সঙ্গে সর্বদা ঝগড়া লেগে থাকত তাঁর। শনিবার ঝগড়া চলার সময়ে রাগের বশে স্ত্রীর মাথায় হাতুড়ি মেরে তাঁকে হত্যা করে যোগেশ। এরপর বস্তার ভেরত মৃতদেহ ঢোকানোর সময় ছোট মেয়ে দেখে ফেলে সেই দৃশ্য। মেয়ে এই ঘটনা দেখে ফেলায় একটি ঘরের মধ্যে বড় মেয়েকে আটকে রেখে ছোট মেয়েকে খুন করে সে। তারপরে মৃতদেহের দশটি টুকরো করে নর্দমায় কয়েকটি টুকরো ফেলেও দেয়।
প্রায় ৪ কিলোমিটার দূরে ভেসে আসা সেই দেহাংশ দেখেই সন্দেহ হয় পুলিশের। তল্লাশি চালিয়ে তার মাথা ও পায়ের কিছুটা অংশ পাওয়া গিয়েছে। এখনও বাকি দেহাংশের খোঁজ চলছে বলে জানা গিয়েছে। এদিকে জোড়া খুন করেও একেবারে নির্লিপ্ত ছিল যোগেশ। সন্দেহের বশে তাকে জেরা করতে থাকে পুলিশ। তখনই ভেঙে পড়ে সমস্ত অপরাধ স্বীকার করে নেয় সে। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে যোগেশকে। খুনের অস্ত্রগুলিও উদ্ধার হয়েছে।