পেসমেকারে (Pacemaker) সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্য (Meera Bhattacharya)। বুধবার, উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালের তরফে সিইও রূপালি বসু প্রেস বিবৃতি দিয়ে জানান।
হাসপাতাল সূত্রে খবর, মীরা ভট্টাচার্যের শারীরিক সমস্যা খুব গুরুতর নয়। তাঁর পেসমেকারের ব্য়াটারি বদলের জন্য়ই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
