Friday, January 9, 2026

ইডির হাতে গ্রেফ.তারির পরই কান্নায় ভেঙে পড়লেন তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী!

Date:

Share post:

আর্থিক তছরুপের মামলায় ইডির হাতে গ্রেফতার তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজি। বুধবার সকালে তাঁকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সে বসেই কান্নায় ভেঙে পড়েন ডিএমকে নেতা। গাড়িতে শুয়ে রীতিমতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন তিনি।


আরও পড়ুন:‘আমি নির্দোষ,দুর্নীতিগ্রস্ত বাইডেন প্রশাসন’: নথি মামলায় আদালতে বললেন ট্রাম্প

মঙ্গলবার দিনভর বালাজির দফতর ও কারুরে তাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি।টানা জিজ্ঞাসাবাদের পর বুধবার তাঁকে গ্রেফতার করা হয় । গ্রেফতারির পর নিয়মমাফিক সেন্থিলকে আনা হয়েছিল চেন্নাইয়ের ওমানদুরার সরকারি হাসপাতালে। একটি অ্যাম্বুল্যান্সে বসানো হয়েছিল বালাজিকে। গাড়ি হাসপাতাল চত্বরে প্রবেশ করতেই ঘিরে ধরেন ডিএমকে সমর্থকেরা। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে চলতে থাকে স্লোগান। এমন সময় অ্যাম্বুল্যান্সের ভিতরে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় বালাজিকে। ইডি সূত্রে খবর, বুধবারই বালাজিকে একটি বিশেষ আদালতে তোলা হবে।আদালতে ইডি মন্ত্রীকে নিজেদের হেফাজতে চাইবে।
সম্প্রতি সুপ্রিম কোর্ট টাকার বিনিময়ে চাকরির একটি অভিযোগের প্রেক্ষিতে পুলিশ এবং ইডিকে তদন্তে অনুমতি দেয়। তারপরই মঙ্গলবার দিনভর ইডি তামিলনাড়ুর সচিবালয়, বালাজির দফতর এবং কারুরে তাঁর বাসভবনে তল্লাশি চালায়। প্রসঙ্গত, এমডিএমকে জমানায় পরিবহণমন্ত্রী ছিলেন বালাজি। টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি বালাজির ঠিকানায় আয়কর দফতরের আধিকারিকরা হানা দেন।
এদিকে তাঁর বাড়িতে ইডির হানার পরই ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন ফুঁসে ওঠেন। তিনি বলেছেন,”মানুষ বিজেপির ভীতি প্রদর্শনের রাজনীতি দেখছেন। বিজেপি রাজনৈতিক ভাবে যাঁদের মোকাবিলা করতে পারছে না, তাঁদের ভয় দেখাতে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে। কিন্তু এ ভাবে ওরা সফল হতে পারবে না।” স্ট্যালিনের প্রশ্ন, সেন্থিল তো শুরু থেকেই তদন্তে সহযোগিতা করে আসছেন, তাহলে তাঁর বাড়িতে এভাবে ইডি হানা কেন?

 

 

spot_img

Related articles

এজলাসে তুমুল হট্টগোল, পিছিয়ে গেল ইডি-আইপ্যাক মামলার শুনানি 

কলকাতায় আইপ্যাকের অফিস ও সংস্থার কর্ণধরের বাড়িতে ইডি হানার প্রতিবাদে হাইকোর্টে মামলা দায়ের করেছে তৃণমূল। পাল্টা মুখ্যমন্ত্রী কাজে...

অভিষেকের সভামঞ্চে অভিযোগ, কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত

কথা রাখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banarjee)। সভামঞ্চে চোখের জল নিয়ে অভিযোগ জানানো মাত্রই...

মোদির ‘জেদে’ ভেস্তে গিয়েছে বাণিজ্যচুক্তি! শুল্কের বোঝা চাপিয়ে অজুহাত আমেরিকার

ভারত-আমেরিকা (India-US Trade Deal) দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি তার কারণ নাকি মোদির 'জেদ'! যার জেরে...

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উতপ্ত নন্দীগ্রাম! দিলীপ-শুভেন্দু অনুগামীদের মধ্যে হাতাহাতিতে আহত ২

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উতপ্ত নন্দীগ্রাম (Nandigram)। কম্বল বিতরণকে কেন্দ্র করে বিজেপির (BJP) আদি ও নব্যর লড়াইয়ে আহত দুই। দিলীপ...