UK: পার্টিগেট মামলায় জনসনের বিরুদ্ধে রিপোর্ট পেশ সংসদীয় কমিটির 

বরিস নিজে অবশ্য সব অভি.যোগ উড়িয়ে দিয়ে পার্টিগেট কাণ্ডের তদ.ন্তকারী কমিটির রিপোর্টকে ‘কা.লা জাদু’ বলে কটা.ক্ষ করেছেন।

কোভিড মহামারী নিয়ে যখন গোটা বিশ্ব কাবু , তখন দলীয় সাংসদ এবং ঘনিষ্ঠদের সঙ্গে নিয়ে পার্টি করতে দেখা গেছিল ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনকে (Boris Johnson)। যা নিয়ে তীব্র সমালোচনা হয় সে সময়। লকডাউন চলাকালীনই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন (The official residence of the British Prime Minister) ১০ ডাউনিং স্ট্রিটে একাধিক পার্টিতে প্রধানমন্ত্রীর নিজের উপস্থিত ছিলেন বলে অভিযোগ ওঠে। এরপরই ঘটনার তদন্তে গঠন করা হয় সংসদীয় কমিটি। বৃহস্পতিবার জমা পড়ল রিপোর্ট। সেই রিপোর্টে তৎকালীন প্রধানমন্ত্রীর (CM) কড়া সমালোচনা করা হয়েছে।

ব্রিটেনের (Britain) সংসদীয় কমিটি যে রিপোর্ট পেশ করেছে সেখানে বলা হয়েছে যে লকডাউন চলাকালীন পার্টি করার সময় দলীয় সাংসদদের বিভ্রান্ত করেন বরিস জনসন (Boris Johnson)। আজ বৃহস্পতিবার তদন্তের রিপোর্ট পেশ হয়েছে ব্রিটিশ সংসদে। এরপরই সংসদের অবমাননা করার শাস্তি হিসেবে অন্তত তিন মাস সাংসদ পদ থেকে জনসনকে সাসপেন্ড করার প্রসঙ্গ উঠে আসে। বরিস নিজে অবশ্য সব অভিযোগ উড়িয়ে দিয়ে পার্টিগেট কাণ্ডের তদন্তকারী কমিটির রিপোর্টকে ‘কালা জাদু’ বলে কটাক্ষ করেছেন।

 

Previous articleবিমানের ডাকে কমিশনে নওশাদ! পায়ের তলার মাটি হারিয়ে বিক্ষিপ্ত অশা.ন্তি বিরোধীদের
Next articleনির্বিঘ্নে সম্পন্ন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব